Sunday , December 15 2024
Breaking News
Home / Entertainment / রিজিক লিখিত, আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না,রিজিক জিনিসটা খুব শক্তিশালী:তারকা আমব্রিন

রিজিক লিখিত, আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না,রিজিক জিনিসটা খুব শক্তিশালী:তারকা আমব্রিন

ছোট পর্দার এক সময়ের ব্যাপক সাড়া জাগানো অভিনেত্রী ও মডেল আমব্রিনা সার্জিন আমব্রিন। তবে এই মুহুর্তে অভিনয় জগত থেকে অনেকটা দূরে রয়েছেন তিনি। বর্তমানে পুরোপুরি ইসলাম ধর্মের অনুশাসন মানার চেষ্টা করছেন এই অভিনেত্রী। এর আগে গত আগস্টে অভিনয় জগত থেকে নিজেকে সারা-জীবনের মতো আড়াল করে নেয়ার ঘোষণা দেন তিনি। স্বামীর সঙ্গে কানাডায় স্থায়ীভাবে বসবাস করছেন আমব্রিন। নাটক, বিজ্ঞাপন আর উপস্থাপনায় সবার নজর কাড়লেও ২০১৮ সালে কন্যা সন্তানের মা হওয়ার পরই তার জীবনে আসে পরিবর্তন। শোবিজ থেকে দূরে সরে যান তিনি।

আমব্রিনের মেয়ের নাম আমায়া। অসুস্থ মেয়ে সুস্থ হওয়ার পর প্রতিজ্ঞামত তিনি শোবিজ ছেড়ে দেন। বর্তমানে ধর্মকর্মের দিকে মন দিয়েছেন। প্রায়ই ধার্মিক চিন্তা ভাবনা ও দর্শন নিয়ে হাজির হন তিনি ফেসবুকে।

আমব্রিন আজ (১১ নভেম্বর) সামাজিক মাধ্যমে ফেসবুকে মানুষের রিজিক নিয়ে স্ট্যাটস দিয়েছেন যা তার ভক্ত-অনুরাগীদের বেশ মনে ধরেছে। তিনি লিখেছেন, ‘আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত। আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে, তারপর মারা যাবো সেটাও লিখিত। একটি দানাও কম না – আবার একটি দানা বেশিও না।

ধরেন এটা লিখিত যে- আমি সারাজীবনে ১ কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ তায়ালা নিয়েছেন। আমি হালাল উপায়ে আয় করবো, না হারাম উপায়ে আয় করবো – সেই সিদ্ধান্ত কিন্তু আমার। যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ তায়ালার কাছে চাই তাহলে হালাল উপায়েই ঐ ১ কোটিই (কমও না বেশিও না)।

আমি যে ফলটি আজকে বার্সেলোনায় বসে খাচ্ছি, সেটা হয়তো মরোক্কো, ইতালি, কিংবা ইংল্যান্ড বা অন্য কোনো দেশ থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল হয়েছে, তখনই এটা নির্ধারিত যে, সেটি আপনার কাছে পৌঁছাবে। এর মধ্যে কতো পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ ওই এই ফলটি পাডতে গেছে, কত মানুষ পছন্দ হয়নি বলে – কিনেনি।

যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততোক্ষণ সেটা ওখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না। রিজিকে যেহেতু লিখিত – আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না। রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী।

কিংবা যেই আত্মীয় অথবা বন্ধু -বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজিক। শুধুমাত্র আল্লাহ তায়ালা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুল্লিলাহ। আল্লাহ তায়ালা আমাদের সঠিক পথ ও রিজিকের তৌফিক দান করুন,আমিন।’

মডেলিংয়ের মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা করেন আমব্রিনা সার্জিন আমব্রিন। এরপর ক্রিকেটে উপস্থাপনার পাশাপাশি বেশকিছু জনপ্রিয় নাটকে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি। ব্যক্তিজীবনে ২০১৭ সালের ৪ নভেম্বর প্রবাসী তৌসিফ আহসান চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাবেক এই অভিনেত্রী। বর্তমানে এক সন্তানের অভিভাবক আমব্রিন।

About

Check Also

হাসিনাকে মা ডেকে জমি পায়নি, এবার ড. ইউনূস’কে বাবা ডাকতে রাজি জয়

মা সবসময় সন্তানের আবদার পূরণ করে থাকেন। কখনও সন্তানকে ফিরিয়ে দেন না। এ জন্যই আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *