Saturday , December 2 2023
Breaking News
Home / National / ভয়ে থাকতো পর্যটকরা, একসময় সমুদ্র সৈকতে রাত কাটানো যেত না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভয়ে থাকতো পর্যটকরা, একসময় সমুদ্র সৈকতে রাত কাটানো যেত না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার সমুদ্র সৈকত। প্রতিবছরই দেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশ থেকেও হাজার হাজার পর্যটক হাওয়া বদলের উদ্দেশ্যে এখানে এসে থাকেন। তাই ঘুরতে এসে পর্যটকদের যেন কোনো বিপত্তিতে পড়তে না হয়, সেজন্য এবার ট্যুরিস্ট পুলিশকে আরও কঠোর হওয়ার আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, ‘একসময় কক্সবাজার সমুদ্র সৈকতে রাত কাটানো যেত না। পর্যটকরা ভয়ে থাকতো। সবসময় চুরি, ছিনতাইয়ের আখড়া ছিল। কিন্তু বর্তমান সরকারের আমলে সেই সমুদ্র সৈকতে রাত দিন নিঃসন্দেহ বসে থাকা যায়। সবকিছু সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তিনি পর্যটনকে ঢেলে সাজাতে গঠন করেছেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ। আজ পর্যটন তরতর করে এগিয়ে যাচ্ছে।’

সোমবার (৮ নভেম্বর) বিকালে কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের ৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কক্সবাজার বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তরের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পর্যটকদের যাতায়াত ব্যবস্থা উন্নত হয়েছে।’

বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বদৌলাতে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের সমগ্র মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের পাশাপাশি সব দিকেই নজর রাখছে এ সরকার। আর এরই ধারাবাহিকতায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টিও এড়িয়ে যাচ্ছে না প্রশাসন।

About

Check Also

আমরা যে পর্যবেক্ষণ করেছি, তাতে এবারও অংশগ্রহণমূলক নির্বাচন পাচ্ছি না : টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, তফসিল ঘোষণার আগে ও পরের পরিমাপের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *