Sunday , December 15 2024
Breaking News
Home / Sports / যদি সুযোগ পাই তাহলে কেন করবো না, এটা আমার জন্য চ্যালেঞ্জ : ব্রাভো

যদি সুযোগ পাই তাহলে কেন করবো না, এটা আমার জন্য চ্যালেঞ্জ : ব্রাভো

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সেরা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও জাদু দেখিয়ে সবার মনেই জায়গা করে নিয়েছেন তিনি। মাঠে তার উপস্থিতি ক্রিকেট প্রেমি ভক্তদের জন্য উৎসাহের। তবে ক্রিকেটের পাশাপাশি বলিউডেও কাজের অভিজ্ঞতা রয়েছে জনপ্রিয় এই ক্রিকেটারের। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি।

এদিকে ব্রাভো জানিয়েছেন, তিনি শাহরুখ খান ও রণবীর সিং-এর সঙ্গে বলিউড সিনেমায় অভিনয় করতে চান।

‘তুম বিন টু’ ও ‘এমএস ধোনি’ ছবির গানে দেখা গেছে তাকে। তামিল ছবি ‘চিঠিরাম পেসুথাদি টু’-তে অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এবার বলিউডে অভিনয়ের সুযোগ খুঁজছেন ক্রিকেটার।

হিন্দুস্তান টাইমসে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যদি সুযোগ পাই তাহলে কেন করবো না। আমি কখনই অভিনয়ে না করবো না। আমি বিভিন্ন ধরনের কাজ করতে ভালোবাসি। এটা আমার জন্য চ্যালেঞ্জ। বিনোদন জগতের কাজ হলে সেটা আমার জন্য উপভোগ্য হবে।’

অলরাউন্ডার আরও বলেন, ‘শাহরুখ খান আমার সবসময়ের প্রিয়। আমি তার সঙ্গে কাজ করতে চাই। আর এরপরেই আছেন রণবীর সিং। আমি তার ভক্ত। আমার মনে আছে কয়েক বছর আগে আইপিএল-এ তার পারফর্ম করার কথা ছিল। তিনি রিহার্সাল করছিলেন। যখন আমাকে দেখলেন, তিনি রিহার্সাল থামিয়ে আমার কাছে আসলেন। এমনকি চ্যাম্পিয়ন গানের সঙ্গে নেচেছেনও।’

ব্রাভো বলেন, ‘আমি দুই দেশের দূরত্ব ঘোচাতে সেতুবন্ধন তৈরি করতে চাই। আমার দেশেও অনেক শিল্পী আছেন। তারাও যদি সুযোগ পান তাহলে বলিউডে কাজ করতে পারেন।’

উল্লেখ্য, ২০১৬ সালে বিশ্বকাপ জয়ের পরপরই রীতিমতো ক্রিকেট প্রেমি কোটি কোটি ভক্তদের কাছে তারকা বনে যান ব্রাভো। বিশেষ করে, তার গাওয়া ‘চ্যাম্পিয়ন’ গানটি প্রকাশ পাওয়ার পরপরই তুলনা মূলক ভাবে ব্যাপক জনপ্রিয়তা পায়। আর এরপর থেকেই সকলেই তাকে ‘ডিজে ব্রাভো’ হিসেবে চিনে থাকেন। বিনোদন জগতে তার উপস্থিতি ভক্তদের জন্য আনন্দের হবে বলেই মনে করছেন অনেকেই।

About

Check Also

সাকিব ইস্যুতে বাংলাদেশকে ‘নিষিদ্ধ’ করতে পারে আইসিসি

সাকিব আল হাসানকে দেশের মাটিতে শেষ টেস্ট খেলার সুযোগ দেওয়ার দাবিতে তার ভক্তরা নানা কর্মসূচি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *