দীর্ঘ দিন ধরে শারীরিক ভাবে অসুস্থতায় ভুগছেন বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনৈতিক দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শীরিরে নানা ধরনের জটিলতা দেখা দিয়েছে। অবশ্যে তিনি চিকিৎসা সেবা নিচ্ছেন। সম্প্রতি তার একটি বায়োপসি করা হয়েছে। এই রিপোর্ট সঠিক ভাবে পর্যালোচনা করার লক্ষ্যে দুটি দেশে পাঠানো হয়েছে বায়োপসির নমুনা। এই বিষয়ে বিস্তারিত জানালেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বায়োপসির নমুনা সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা পেতে- তা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। শনিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালের রিপোর্ট চিকিৎসকদের হাতে আসে। পরের দিন ওই নমুনা বিদেশে পাঠানো হয়েছে বলে মেডিকেল বোর্ডের এক চিকিৎসক জানিয়েছেন। ওই চিকিৎসক জানান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পাঠানো নমুনার প্রতিবেদন পেতে ২০ থেকে ২৫ দিন সময় লাগতে পারে।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ড রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসাপত্র দিয়েছি। সেই অনুযায়ী তার চিকিৎসা চলছে। তার অবস্থা উন্নতির দিকে। মেডিকেল বোর্ডের এক চিকিৎসক জানান, খালেদা জিয়া বয়স হয়েছে। জ্বর থাকায় কিডনি, ডায়াবেটিসের সমস্যা বেড়ে যাচ্ছে। বর্তমানে তার অবস্থা ভালো। শরীরের তাপমাত্রাও স্বাভাবিক আছে। নিয়মিত ওষুধের পাশাপাশি বোর্ডের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে।
বর্তমান সময়ে জামিনে রয়েছেন বেগম খালেদা জিয়া। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। তিনি মূলত জিয়া অরফানেজ ট্রাষ্ট দূর্নীতির মামলায় সাজা প্রাপ্ত আসামী। তিনি ছাড়াও তার দলের অসংখ্য নেতাকর্মী বর্তমান সময়ে একাধিক মামলায় ভুগছেন।