Saturday , January 11 2025
Breaking News
Home / Entertainment / এখনো আমার অনেক লোভ আছে: ইলিয়াস কাঞ্চন

এখনো আমার অনেক লোভ আছে: ইলিয়াস কাঞ্চন

বাংলাদেশের ঢাকাই সিনেমার বহুল আলোচিত ও জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ১৯৭৭ সাল থেকে তিনি ঢাকাই সিনেমায় যাত্রা শুর করেন। তার অভিনীত প্রথম সিনেমা “বসুন্ধরা”। তিনি সারে ৪০০ সিনেমায় কাজ করেছেন। সম্প্রতি তিনি নাটকেও কাজ করছেন। এই কাজ প্রসঙ্গে জানালেন বেশ কিছু কথা।

সিনেমায় ব্যতিক্রমী চরিত্রের চিত্রনাট্য আর সেভাবে আসছিল না। তখন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ভেবেছিলেন, মনের মতো চরিত্র পেলে টেলিভিশন নাটকে অভিনয় করবেন। কিন্তু এখানেও এত দিন তেমন একটা সুযোগ পাননি। তবে সম্প্রতি বইওয়ালা নামে একটি নাটকের পাণ্ডুলিপি পড়তে গিয়ে মনে হয়েছিল, সিনেমায় এই চরিত্র আগে করা হয়নি। তাই সঙ্গে সঙ্গে গল্পটিতে অভিনয় করতে আগ্রহ প্রকাশ করেন এই নায়ক। ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমাদের উপযোগী চরিত্রাভিনেতা হিসেবে সেভাবে আর কেউ গল্প লেখেন না। খুব কম গল্পই মনমতো হয়। সম্প্রতি ম/র/ণো/ত্তম নাটকে অভিনয় করে ভালো লেগেছিল। এবার বইওয়ালা গল্পটি পাওয়ার পর মনে হয়েছিল, চরিত্রটি অসাধারণ। এ ধরনের চরিত্রের প্রতি এখনো আমার অনেক লোভ আছে। কাজটি করতে গিয়েও বেশ ভালো লেগেছে। যিনি পড়ালেখা করতে পারেননি। কিন্তু বই নিয়ে তার সবচেয়ে বেশি আগ্রহ। বই নিয়ে তাকে দ্বারে দ্বারে ঘুরতে দেখা যাবে। এর মধ্যে রোমান্টিক কিছু মুহূর্ত গল্পে অন্য মাত্রা যোগ করবে।’

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের আশা–আকাঙ্ক্ষার গল্পই এ নাটকের প্রেক্ষাপট। অভিনেতার জায়গা থেকে কাজটি নিয়ে ইলিয়াস কাঞ্চনের কিছুটা আক্ষেপও রয়েছে, ‘আমি সব নাটকে অভিনয় করি না। যেটা মনে হয় অন্য রকম, সেটা করি। এ নাটক ভালো হয়েছে। কিন্তু আরেকটু গোছানো হলে কাজটি আরও ভালো করা যেত। অভিনেতার জায়গা থেকে এ অসন্তুষ্টি আছে। সাড়ে ৪০০ সিনেমা করে এসে কোন কাজটি করছি, এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। এমন ভালো গল্পে সেরাটি দিয়ে অভিনয় করতে চাই। এমন ভালো গল্প পেলে নিয়মিত নাটকে দেখবেন দর্শক।’ ‘সমাজে একধরনের অস্থিরতা চলছে। সেই অস্থিরতা কাটানোর উপায় তরুণদের বই পড়ায় উৎসাহিত করা। সৃজনশীল কাজ কীভাবে একজনকে সহনশীল করে তোলে, সেটা দেখানোর জন্যই নাটকটি নির্মাণ করা,’ বললেন নাটকটির নির্মাতা রাইসুল তমাল। নাটকটি খুব শিগগির একটি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। এখানে আরও অভিনয় করেছেন সুজন হাবিব, হিমি, দাউদ নুর প্রমুখ। নাটকটি লিখেছেন খাইরুল বাসার।

বর্তমান সময়ে দেশের সিনেমা অঙ্গন অচল অবস্থা ধারন করেছে। মান সম্মত সিনেমার অভাবে সিনেমা প্রেমীরা হল বিমুখ হয়ে পরেছে। এবং ক্রমশই বন্ধ হয়ে যাচ্ছে দেশের সিনেমা হল গুলো। তবে এই দুরঅবস্থা থেকে বেড়িয়ে আসতে কাজ করছে বিনোদন অঙ্গনের ব্যক্তিরা। এই খাতকে দর্শক প্রিয় করে তুলতে বাংলাদেশ সরকারও নানা ভাবে সাহায্যে-সহযোগিতা করছে।

About

Check Also

তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

নতুন বছরের শুরুতেই আলোচনায় গায়ক ও অভিনেতা তাহসান খান। সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *