Wednesday , November 29 2023
Breaking News
Home / National / আলহামদুলিল্লাহ, ম্যাডাম সুস্থ হয়ে উঠছেন : ব্যক্তিগত চিকিৎসক

আলহামদুলিল্লাহ, ম্যাডাম সুস্থ হয়ে উঠছেন : ব্যক্তিগত চিকিৎসক

চলতি মাসের গত ১২ অক্টোবর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারচন বেগম খালেদা জিয়া। তবে আগের থেকে তিনি বেশ সুস্থ হয়ে উঠেছেন বলে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ।

সোমবার (০১ নেভম্বর) তিনি সাংবাদিকদের বলেন, ‘আলহামদুলিল্লাহ, ম্যাডাম সুস্থ হয়ে উঠছেন। মেডিকেল বোর্ড নিয়মিত তার বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টসমূহ পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছেন।’

খালেদা জিয়া হাসপাতালের কেবিনে আছেন জানিয়ে ব্যক্তিগত চিকিৎসক জাহিদ জানান, হাসপাতাল ও মাঝে-মধ্যে বাসা থেকে রান্না করা খাবার খাচ্ছেন তিনি। খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, ছোট ভাই শামীম এস্কান্দার, প্রয়াত ভাই সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার প্রমুখ নিয়মিত হাসপাতালে তার পাশে থাকছেন।

এর আগে ২৫ অক্টোবর তার শরীর থেকে নেওয়া টিস্যুর বায়োপসি করা হয়। গতকাল রোববার বায়োপসি রিপোর্ট মেডিকেল বোর্ডের হাতে এসে পৌঁছায়।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। ৭৬ বছর বয়েসী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন।

তবে বরাবরই বিএনপি নেতাকর্মীরা দাবি করে আসছেন, উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব দেশের বাইরে নেয়া প্রয়োজন। আর তা না হলে যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

About

Check Also

এবার ওবায়দুল কাদেরের প্রশ্ন, ‘বিএনপিকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না কেন’

বিএনপি নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দিচ্ছে দাবি করে দলটিকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *