Monday , December 11 2023
Breaking News
Home / International / এনসিবির সেই কর্মকর্তার কারনে এবার মন্ত্রীর রোষানলে তার বোন,ব্যক্তিগত ছবি দিয়ে ভয় দেখাচ্ছেন

এনসিবির সেই কর্মকর্তার কারনে এবার মন্ত্রীর রোষানলে তার বোন,ব্যক্তিগত ছবি দিয়ে ভয় দেখাচ্ছেন

শাহরুখ-পুত্র আরিয়ানের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় রয়েছেন মুম্বইয়ের মাদক মামলার তদন্তকারী সমীর। ইতিমধ্যেই তার বিরুদ্ধে ঘুষসহ নানা অনিয়মের অভিযোগ ওঠেছে। এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ তোলেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাবও। ফলে রীতিমতো বেশ বিপাকে পড়েছেন সমীর।

তবে সমীরের এই বিপদের দিনে তার পাশে দাড়িয়েছেন বোন ইয়াসমিন।

তিনি বেশ জোর গলায় জানিয়েছেন, নবাব তাঁকে হুমকি দিচ্ছেন। তাঁর ভাই সমীরকে নিজের দায়িত্ব পালনে বিরত রাখতেই এমনটা করেছেন।

মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের রসদ কি ফুরিয়ে এসেছে?

গত কয়েক দিনে এনসিবি কর্তা এবং মুম্বইয়ের মাদক মামলার তদন্তকারী সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। বুধবার পর্যন্ত রোজ সকালে যুদ্ধক্ষেত্রে একটি করে বোমা ফেলেছেন। সেই বিস্ফোরণের আওয়াজও শোনা গিয়েছে দিনভর। বলতে গেলে মাদক মামলার আলোকবৃত্ত আরিয়ান খানের উপর থেকে এক রকম নিজের দিকেই টেনে নিয়েছিলেন নবাব। অথচ সেই নবাবেরই টুইটার অ্যাকাউন্ট বৃহস্পতিবার স্তব্ধ। সমীরের বিরুদ্ধে নতুন কোনও ‘বোমা’ নেই সেখানে। নেই কোনও ছবি, নথি বা বিবৃতি যা এনসিবি কর্তা সমীরের সততা নিয়ে প্রশ্ন তোলে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছিল, তবে কি অবশেষে হাল ছাড়লেন মহারাষ্ট্রের উন্নয়ন মন্ত্রী? জবাব পাওয়া গেল সমীরের পরিবারের কাছে। জানা গেল, হাল ছাড়েননি, স্রেফ যুদ্ধের অভিমুখ বদলেছেন। এনসিবি কর্তাকে ছেড়ে এ বার তাঁর লক্ষ্য সমীরের বোন ইয়াসমিন ওয়াংখেড়ে। বৃহস্পতিবার জাতীয় মহিলা কমিশনকে লেখা একটি চিঠিতে ইয়াসমিন জানিয়েছেন, মহরাষ্ট্রের মন্ত্রী নবাব তাঁকে উত্যক্ত করছেন। তাঁর ব্যক্তিগত কিছু ছবি সংবাদমাধ্যমে প্রকাশ করে দেওয়ার হুমকিও দিচ্ছেন।

এর আগে সমীরের বিরুদ্ধে যখন পরিচয় গোপন করার অভিযোগ এনেছিলেন নবাব, তখন ইয়াসমিনের প্রসঙ্গ তুলেছিলেন। তবে কমিশনকে লেখা চিঠিতে ইয়াসমিন জানিয়েছেন, মন্ত্রী শুধু তাঁর নাম উল্লেখ করেই থেমে যাননি। ফেসবুকে, ইনস্টাগ্রামে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পুরনো দিনের ব্যক্তিগত মুহূর্তের ছবি সংগ্রহ করেছেন। সংবাদ মাধ্যমে সেই সব ছবি প্রকাশ করে দেওয়ার ভয়ও দেখিয়েছেন। ফলে নবাব বনাম সমীর লড়াইয়ে সমীরের সমর্থকরা প্রশ্ন তুলল এ বার কি তবে সমীরের বিরুদ্ধে রসদে টান পড়ল নবাবের? তাই কি তিনি এনসিবি কর্তাকে ছেড়ে তাঁর পরিবারকে ‘টার্গেট’ করছেন?

এদিকে ছেলেকে জেল থেকে ছাড়াতে সর্বদা এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ইতিমধ্যে একাধিকবার আবেদন করা হলেও জামিন পাননি আরিয়ান। তবে হাল ছাড়ছেন না শাহরুখ। ছেলের মুক্তির জন্য নিত্যনতুন আইনজীবী বদল করে চলেছেন তিনি।

About

Check Also

নিষেধাজ্ঞার আওতায় থাকাদের পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ

রাশিয়ার কর্তৃপক্ষ বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার আওতায় থাকা নাগরিকদের তাদের পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *