Sunday , December 10 2023
Breaking News
Home / Entertainment / আমার স্বামী এখন ব্যারিস্টার, আমি আজ সত্যিই অত্যন্ত খুশি : সালমা

আমার স্বামী এখন ব্যারিস্টার, আমি আজ সত্যিই অত্যন্ত খুশি : সালমা

বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ও খ্যাতিমান একজন কন্ঠশিল্পী মৌসুমি আক্তার সালমা। তবে ভক্তদের কাছে ‘সালমা’ নামেই অধিক পরিচিতি পেয়েছেন তিনি। ‘ক্লোজআপ ওয়ান’ দ্বিতীয় সিরিজের বিজয়ী হওয়ার মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন সালমা। এরপর বেশ কয়েকটি লোকগীতি দিয়ে দর্শকদের নজরে আসেন তিনি। আর এরপর থেকেই একের পর এক গান গেয়ে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে দিয়েছেন।

জানা গেছে, এবার সালমার স্বামী এবার ব্যারিস্টার হয়েছেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) গায়িকা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এ সুখবরটি জানিয়েছেন।

সালমা বলেন, আমার স্বামী আজকে লন্ডনের লিংকনস-ইন থেকে ব্যারিস্টার হলো। এটা আমার জন্য পরম পাওয়া। স্বামীর এই অর্জনে আমি গর্বিত এবং আনন্দিত! ‘ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর’ মানুষ হিসেবেও অত্যন্ত নম্র, ভদ্র এবং মার্জিত! আমি আজ সত্যিই অত্যন্ত খুশি!’

 

উল্লেখ্য, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর আইনজীবী সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধন হন সালমা। বর্তমানে এই দম্পতির ঘরে সাফিয়া নূর নামে এক কন্যাসন্তান রয়েছে।

About

Check Also

২৩ তলা থেকে লাফ দিতে চেয়েছিলেন অনন্ত জলিল, থামান বর্ষা

অনন্ত জলিল হলিউড অভিনেতা টম ক্রুজকে অনুসরণ করেন। শুধু তাই নয়, সংযুক্ত আরব আমিরাতের একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *