Friday , December 13 2024
Breaking News
Home / Entertainment / মেসি অনেক নাছোড়বান্দা, আমরা বিয়েটা করেই ফেললাম : সুদীপা

মেসি অনেক নাছোড়বান্দা, আমরা বিয়েটা করেই ফেললাম : সুদীপা

ফুটবলের জগতে খুবই পরিচিত একটি নাম লিওনেল মেসি। তবে ভক্তদের মাঝে ‘মেসি’ নামেই অধিক পরিচিতি পেয়েছেন তিনি।আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড় হয়ে বহু ম্যাচ জিতিয়েছেন মেসি। আর তাই তো সারা-বিশ্বজুড়ে তার ভক্তের সংখ্যা হিসেবেরও বাইরে! এদিকে গুণী এই খেলোয়াড়ের একজন বড় ভক্ত কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও ‘রান্নাঘর’র সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়।

সম্প্রতি নিজেই জানালেন এই তথ্য।

কলকাতায়, সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে ‘দাদাগিরি’র নতুন সিজন হাত বাড়ালেই বন্ধু। গেম শো নিয়ে সবার প্রিয় ‘দাদা’ চলে এসেছেন টিভির পর্দায়। আর সেখানে খেলতে আমজনতার সঙ্গে ভিড় জমাচ্ছেন তারকারাও। আর এই দাদাগিরি-র সেটে হাজির ছিলেন সুদীপা চট্টোপাধ্যায়। তখনই জানা গেল, মেসির বড় ভক্ত সুদীপা।

আর সৌরভের কথা একবাক্য মেনে নিয়ে সুদীপা জানালেন, মেসি তাঁর স্বপ্নে ধরা দেন প্রায়ই। এমনকী কিছুদিন আগে বিয়েটাও করেছেন। সুদীপার কথায়, ‘এই তো সেদিন আমার স্বপ্নে এসেছিল। আমরা বিয়েটাও করলাম। মানে এসে তো আমাকে হাতে-পায়ে ধরে বলছে বিয়ে করতেই হবে। এত নাছোড়বান্দা। আমি আবার বললাম অগ্নি (সুদীপার স্বামী)র না প্যারিসটা ঠিক পছন্দ না। আর তা শুনে বলল, ওকে আমরা রোমে শিফট করে দেব!’

এতে অবাক হয়ে সৌরভের জিজ্ঞাসা, ‘এত কিছু স্বপ্নে চলছিল?’ আর সুদীপার তাৎক্ষণিক উত্তর, ‘হ্যাঁ তো! সেদিন ঘুম ভেঙে যাওয়ার পর যা দুঃখ পেয়েছিলাম না, তা কোনওদিন পাইনি।’

যা শুনে উপস্থিত সকলেই হাসি ধরে রাখতে পারেননি। সুদীপার সঙ্গে উপস্থিত ছিলেন অম্বরীশ ভট্টাচার্য, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়রা। সকলেই হাততালি দিয়ে ওঠেন।

সঙ্গে সুদীপা সৌরভকে জানান, ছোটবেলায় তাঁর মনে আছে প্রতিদিন ‘দাদা’র খেলা থাকলেই ঠনঠনিয়া কালিবাড়িতে যেতেন পূজা দিতে। সেখানে আরও অনেকেই আসত। বাঙালির ‘ইজ্জত’ দাদা। এমনকী, সোরভও জানান, তাঁর প্রতিটা খেলার দিন সকালে তাঁর মা-বাবা যেতেন তারকেশ্বরে পূজা দিতে।

 

এদিকে গত কয়েক মাস আগে প্রেম ও বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় ছিলেন ভারতীয় বাংলা সিনেমার অন্যতম গুণী এই অভিনেত্রী। তবে কোনো কিছুই গায়ে মাখেননি সুদীপা, চলেছেন নিজের মতো করেই। আর সম্প্রতি মেসিকে নিয়ে দেখা স্বপ্নের কথা শেয়ার করে বেশ আলোচনায় রয়েছেন তিনি।

About

Check Also

২৮ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মডেল স্বর্ণা

মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা ২০২১ সালে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *