Monday , December 16 2024
Breaking News
Home / International / বিশ্বের সবচেয়ে উঁচু নাগরদোলা দুবাইয়ে, জানাগেল কী কী থাকছে দোলনাটিতে (ভিডিওসহ)

বিশ্বের সবচেয়ে উঁচু নাগরদোলা দুবাইয়ে, জানাগেল কী কী থাকছে দোলনাটিতে (ভিডিওসহ)

গোটা পৃথিবীর মধ্যে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী এবং প্রযুক্তি সম্পন্ন দেশ দুবাই। এমনকি দেশটিতে খনিজ সম্পদেও পরিপূর্ন। দেশটিতে রয়েছে বিশ্বের সেরা সেরা নানা স্থাপনা। সম্প্রতি উঁচু নাগরদোলা স্থাপনায় নতুন রেকর্ড গড়লো দুবাই। প্রকাশ্যে এলো এই উঁচু নাগরদোলায় কী কী সুবিধা রয়েছে।

২৫০ মিটার উঁচু নাগরদোলা। যেখানে উঠে একসঙ্গে প্রায় ১৮০০ পর্যটক দুবাইয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় এবং লম্বা ফেরি’স হুইল বা নাগরদোলা এটি। যার নাম দেওয়া হয়েছে ‘দুবাই আই’। গত ২১ অক্টোবর আতশবাজি এবং ড্রোন প্রদর্শনের মাধ্যমে দুবাইয়ে এই নাগরদোলার উদ্বোধন করা হয়। লাস ভেগাসের হাই রোলার, শিকাগোর নেভি পিয়ের, লন্ডনের লন্ডন আই বা কানাডার নায়াগ্রা স্কাই হুইলের চেয়েও উঁচু এই ‘দুবাই আই’।

এই নাগরদোলা বর্তমানে মেট্রোপলিটন স্কাইলাইনের মূল অংশ। আরও বেশি পরিমাণে পর্যটক আকৃষ্ট করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
‘দুবাই আই’তে মোট ৪৮টি বদ্ধ কেবিন রয়েছে। এক-একটি কেবিন দুটি ডাবল-ডেকার বাসের চেয়েও বড় এবং ৪০ জনের বেশি পর্যটক উঠতে পারবেন। ফলে এই নাগরদোলা থেকে একসঙ্গে প্রায় ১,৮০০ মানুষ সম্পূর্ণ দুবাইয়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক ধাক্কা সামলানোর জন্য এই নাগরদোলা চালু করা হয়েছে। ‘দুবাই আই’-র টিমের তরফ থেকে রোনাল্ড ড্রেক বলেন, ‘রেকর্ড ভেঙেছে এই দুবাই আই। সিঙ্গাপুর ফ্লায়ার এবং লন্ডন আইয়ের আকারের প্রায় দ্বিগুণ এটি।’

বিশ্বের বেশ কয়েকটি দেশেই রয়েছে বিশাল আকৃতির নাগরদোলা। লাস ভেগাসের হাই রোলার এবং শিকাগোর নেভি পিয়ের ও লন্ডনের লন্ডন আই বা কানাডার নায়াগ্রা স্কাই হুইলকে পিছনে ফেলে শীর্ষ স্থানে উঠে এসেছে ‘দুবাই আই’। করোনায় সৃষ্ট অর্থনৈতিক ধা্ক্কা সামলাতে দেশটি এই নাগরদোলা চালু করেছে।

About

Check Also

‘গণহারে’ বাতিল হচ্ছে ভারতীয়দের ভিসা, জানা গেল কারণ

উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত ভারতীয় নাগরিকদের ভিসা আবেদন আশঙ্কাজনক হারে বাতিল করছে। দেশটির নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *