Saturday , February 8 2025
Breaking News
Home / Entertainment / নিমন্ত্রণ কার্ডে পরীমনি : বিশুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে এসো

নিমন্ত্রণ কার্ডে পরীমনি : বিশুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে এসো

ঢাকাই চলচ্চিত্রের বেশ গুণী একজন অভিনেত্রী পরীমনি। যার প্রকৃত নাম ‘শামসুন্নাহার স্মৃতি’। ব্যক্তিগত জীবনে অন্যান্যদের থেকে একটু ভিন্নতা পছন্দ করে থাকেন তিনি। আর তাই কোনো উদযাপন হয় ভিন্নধর্মী এবং প্রশংসিত। ১৯৯২ সালের এই দিনে (২৪ অক্টোবর) পৃথিবীতে আগমন করেন পরীমনি। আজ রোববার গুণী এই অভিনেত্রীর ২৮তম জন্মবার্ষিকী। সেহেতু আজ রাত সাড়ে ৮টায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বসবে পরীর জন্মদিনের পার্টি। বিশেষ এই দিনটিতে তিনি নানা ধরনের আয়োজন করেন। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না।

আগেই তিনি জানিয়েছেন, এবার কেবল প্রকৃত আপন ও কাছের মানুষদের নিমন্ত্রণ দেবেন।

এরই মধ্যে অতিথিদের কাছে পাঠানো হয়েছে নিমন্ত্রণ কার্ড। সেই কার্ডেই দেখা গেল একটি বিশেষ বার্তা। পরী লিখেছেন, ‘বিশুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে এসো এবং সারাজীবন আমার সঙ্গে ওড়ো’।

প্রতিবছর পরীমনি জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য ড্রেস কোড রাখেন। এবার সেই ড্রেস কোড পুরুষের জন্য সাদা আর নারীর জন্য লাল।

গত বছর ধুমধামে পরীর জন্মদিন আয়োজন করা হয়েছিলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। ২০১৯ সালে হোটেলে সোনারগাঁওয়ে হয় জন্মদিনের আয়োজন। তাই পরীর এবারের জন্মদিন কোথায় উদযাপন হবে তা নিয়ে কৌতুহলী ছিলেন তার ভক্তরা।

চিত্রনায়িকা পরীমনি বর্তমানে ‘গুনিন’ শিরোনামের ওয়েব ফিল্মের শুটে ব্যস্ত আছেন। এর পর তিনি ‘মা’, ‘প্রীতিলতা’ ও ‘বায়োপিক’ সিনেমার শুটে অংশ নেবেন।

এর আগে গত ৪ আগস্ট মাদককাণ্ডের অভিযোগে বানানীর নিজ বাসা থেকে গ্রেপ্তার হন পরীমনি। এ সময়ে অভিযান চালিয়ে তার বাসা থেকে বিপুল পরিমাণে দেশি-বিদেশি মদ ও বিভিন্ন ধরণের মাদকদ্রব্য উদ্ধার করে র‍্যাব। এরপর দীর্ঘ ২৭ দিন কারাভোগের পর জামিনে জেল থেকে ছাড়া পান তিনি।

About

Check Also

গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়লেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন

বাংলা সংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন দীর্ঘ এক বছর পর মঞ্চে ফিরে এলেও গান পরিবেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *