Friday , December 13 2024
Breaking News
Home / Entertainment / সোনামের বিলাসবহুল বাড়ি দেখে বুধ হয়ে আছেন নেটিজনেরা (ছবিসহ)

সোনামের বিলাসবহুল বাড়ি দেখে বুধ হয়ে আছেন নেটিজনেরা (ছবিসহ)

সোনাম কাপুর,বলিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর নাম। তবে শুধু অভিনেত্রী নন, একজন মডেল হিসেবেও তার রয়েছে যথেষ্ঠ খ্যাতি। তবে শুধু পোষাকেই নয়, এবার তার রুচিশীল ব্যক্তিত্ব প্রকাশ পেয়েছে তার বাড়ি দেখেও।সম্প্রতি আর্কিটেকচারাল ডাইজেস্ট ম্যাগাজিনের জন্য নিজের লন্ডনের বাড়ির দরজা খুলে দিয়েছেন সোনম কাপুর। ম্যাগাজিনটির সেপ্টেম্বর ও অক্টোর মাসের প্রচ্ছদের জন্য করা ফটোশুটের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করে বিষয়টি নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন বলিউডের এই অভিনেত্রী।

https://imaginary.barta24.com/resize?width=700&quality=75&path=uploads/news/2021/Sep/08/1631106567625.jpg

সোনম কাপুর ফটোশুটের ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করার পর রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছিলো। কেননা বলিউডের এই অভিনেত্রী যে সোফার ওপর দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ দিয়েছিলেন সেটির দাম ১৮ লাখ রুপি।

https://imaginary.barta24.com/resize?width=700&quality=75&path=uploads/news/2021/Sep/08/1631106602285.jpg

আচ্ছা সোনমের বাড়ির একটি সোফার দামই যদি হয় ১৮ লাখ রুপি, তাহলে বুঝে নিন তার বাড়ির অন্দরমহলের সাজসজ্জা কেমন ব্যয়বহুল।

https://imaginary.barta24.com/resize?width=700&quality=75&path=uploads/news/2021/Sep/08/1631106636830.jpg

আর সোনম এই ফটোশুটের মাধ্যমেই তার বাড়ির অন্দরমহল ভক্তদের দেখার সুযোগ করে দিয়েছেন। বলিউডের এই অভিনেত্রী ও তার স্বামী আনন্দ আহুজা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাদের বাড়ির অন্দরমহলের আরও বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন।

https://imaginary.barta24.com/resize?width=700&quality=75&path=uploads/news/2021/Sep/08/1631106658412.jpg

যুক্তরাজ্যের নোটিং হিলসে অবস্থিত আনন্দ-সোনম দম্পতির বিলাসবহুল বাড়িটি। চলুন তাহলে ঘুরে আসা যাক তাদের বাড়ির অন্দরমহল থেকে।

https://imaginary.barta24.com/resize?width=700&quality=75&path=uploads/news/2021/Sep/08/1631106690141.jpg

এই ছবিতে, সোনমকে একটি লাল মখমলের সোফায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে এবং ঘরটির সাজসজ্জায় রয়েছে আধুনিক শিল্প এবং ডিজাইনের নিখুঁত মিশ্রণ। কক্ষটিতে একটি নৌবাহিনী প্যানেলিং, একটি সোনালী কফি টেবিল রয়েছে যার ওপর এক জোড়া রূপা দিয়ে তৈরি হাতির শো-পিস রয়েছে।

https://imaginary.barta24.com/resize?width=700&quality=75&path=uploads/news/2021/Sep/08/1631106782682.jpg

তার বাড়ি সম্পর্কে কথা বলতে গিয়ে সোনম বলেন, “প্রথমবার আনন্দ এবং আমি আমাদের ফ্ল্যাটে পা রাখি তখনই আমাদের কাছে এটি বাড়ির মতো মনে হয়েছে! এটি নটিং হিলে অবস্থিত। বর্তমানে আমরা আমাদের জীবনে যেখানে আছি তার জন্য এটি একদম উপযুক্ত।

https://imaginary.barta24.com/resize?width=700&quality=75&path=uploads/news/2021/Sep/08/1631106735879.jpg

কি দারুণ! সোনালি রঙের স্ট্যান্ডের ওপর বেসিন। যার ওপরেই রয়েছে ক্রিস্টেল দিয়ে তৈরি ছোট ছোট পাঁচটি আয়না। পাশেই রয়েছে বড় একটি আয়না।

https://imaginary.barta24.com/resize?width=700&quality=75&path=uploads/news/2021/Sep/08/1631106764438.jpg

এই সুন্দর নকশা করা দরজাটি খুলেই ঘরের ভেতর প্রবেশ করেন আনন্দ-সোনম দম্পতি।

https://imaginary.barta24.com/resize?width=700&quality=75&path=uploads/news/2021/Sep/08/1631106814171.jpg

সোনামের বাড়ির নকশা করেছেন ইন্টেরিয়র ডিজাইনার রোশাদ শ্রফ।

https://imaginary.barta24.com/resize?width=700&quality=75&path=uploads/news/2021/Sep/08/1631106834886.jpg

ব্রাইট ব্লু ও হোয়াইট ফ্লোরাল ওয়ালপেপার দিয়ে সাজানো হয়েছে সোনম-আনন্দর এই শোবার ঘরটি।

https://imaginary.barta24.com/resize?width=700&quality=75&path=uploads/news/2021/Sep/08/1631106854279.jpg

ট্রপিক্যাল ফরেস্ট ওয়েলপেপার দিয়ে সাজানো হয়েছে এই ঘরটি। যার ওপরে লাগানো রয়েছে একটি ফ্লাওয়ার শেপ লাইট। রয়েছে ধূসর নীল রঙের দুটি সোফা।

https://imaginary.barta24.com/resize?width=700&quality=75&path=uploads/news/2021/Sep/08/1631106872674.jpg

ডাইনিং এরিয়াতে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন সোনম কাপুর।

https://imaginary.barta24.com/resize?width=700&quality=75&path=uploads/news/2021/Sep/08/1631106903858.jpg

সোনাম কাপুর বর্তমানে তার স্বামী আনন্দ আহুজার সাথে সময় কাটাচ্ছেন বিদেশের মাটিতে। আপাতত তিনি সংসার নিয়েই খুব বেশি ব্যস্ত সময় পার করে যাচ্ছেন। তবে সিনেমায় খুব একটা দেখা মিলছে না তার। আর দেখা মিললেও তেমন একটা মনে রাখার মত কিছুই এখনো সিনেমার ক্যারিয়ারে করতে পারেননি সোনাম কাপুর।

About Ibrahim Hassan

Check Also

২৮ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মডেল স্বর্ণা

মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা ২০২১ সালে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *