ঢাকাই চলচ্চিত্র জগতের ষাট দশকে অত্যন্ত জনপ্রিয় ও বর্ষিয়ান অভিনেত্রী আনোয়ারা জামাল (Anwara)। ‘নৃত্যশিল্পী হিসেবে’ বড় পর্দায় তার আত্মপ্রকাশের পর নায়িকার ভূমিকায় অভিনয় জীবন শুরু করেন তিনি। এরপর ধাপে ধাপে মায়ের চরিত্রে অভিনয় করেও ভক্তদের মাঝে দারুন সাড়া পেয়েছেন তিনি। বিশেষ করে, ক্যারিয়ারে অনেক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে, তবে মায়ের চরিত্রে অভিনয় করে সব থেকে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। (Dhakai movies)
ঢাকাই সিনেমায় ৫০ বছরের দীর্ঘ ক্যারিয়ারের সেই আনোয়ারা এই সময় কেমন আছেন?
সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এই বরেণ্য অভিনেত্রী (Anwara) জানিয়েছেন, কিছুদিন আগে স্বামীকে হারিয়েছেন, সে কারণে সময়টা ভালো যাচ্ছে না তাঁর। আর কাজের প্রসঙ্গে তিনি বলেছেন, তিনি এখন আর সিনেমা করেন না।
সেখানেও আক্ষেপের সুরও আছে। আনোয়ারের ভাষায়, ‘আমি (কাঙ্খিত) চরিত্র না পেলে এটা করব না। বয়স বাড়ার সাথে সাথে… তাদের জন্যও গল্প আছে। আমাদের দেশে এমনটা হয় না। ‘
কেন না? যদিও আনোয়ারা প্রথমে জানেন না বলেও কিছুটা আক্ষেপের সুরে বললেন, “লেখকের অভাব প্রযোজক নাকি পরিচালকরা চান না তা আমি বলতে পারি না।” আমার কাছে মনে হয় রাত জেগে জেগে এত পরিশ্রম করে কাজ শিখলাম, তাঁদের জন্য ভুলে যাচ্ছি সব। এখন আল্লাহকে (allah) ডাকি, তাঁদের যেন হেদায়েত দান করেন, ভালো ছবি বানান। আমি ছোটবেলা থেকেই সিনেমায় আছি, তাই এটা একটা মায়া হয়ে গেছে। ‘ (Managers)
দীর্ঘ ক্যারিয়ার প্রসঙ্গে নবাব সিরাজউদ্দাউল্লাহ (Nawab Sirajuddaullah) চলচ্চিত্রে আলেয়ার চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া এ অভিনেত্রী বলেন, ‘শৈশবে স্নেহ পেয়েছি, বৃদ্ধ বয়সে সম্মান পেয়েছি। আমি কিছু করতে পারব বলে মনে হয় না। ‘
১৯৬২ সালে ‘আজান’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে সিনেমার ভূবনে পা রাখেন আনোয়ারা জামাল। এ সিনেমায় তাকে ‘নৃত্যশিল্পী’ হিসেবে অভিনয় করতে দেখা যায়। তবে পরবর্তীতে ‘সংগম’ সিনেমার মাধ্যমে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।