Friday , November 15 2024
Breaking News
Home / International / এবার যুক্তরাজ্যে পাঁচটি ভবনের নামকরণ করা হচ্ছে দেশের ৫ জন বিশিষ্ট ব্যাক্তিত্বের নামে

এবার যুক্তরাজ্যে পাঁচটি ভবনের নামকরণ করা হচ্ছে দেশের ৫ জন বিশিষ্ট ব্যাক্তিত্বের নামে

আমাদের বাংলাদেশ, দেশটা আকারে অনেক ছোট হলেও বিশ্ব দরবারে রয়েছে নাম ডাক। বিশ্ব রাজনীতিতে আলোচনায় আসে প্রায় সময়ই আমাদের এই সোনার বাংলা। ১৯৭১ এর ৩০ লাখ শহীদের বিনিময়ে স্বাধীনতা আমাদের অর্জন সেটার জন্য প্রশংসিত বাঙালি সারা বিশ্বব্যাপী। তাইতো নতুন বছরে বুর্জ খলিফায় পতাকা প্রদর্শন করা হয় বাংলাদেশের। এবার শোনা গেল আরও একটি মন জুড়ানো খবর। ব্রিটেনের পাঁচটি ভবনের নাম বাংলাদেশের ৫ জন বিশিষ্ট বাঙালির নামে নামকরণ করা হচ্ছে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্রিটেনে (Britain) পাঁচজন বিশিষ্ট বাঙালির (Prominent Bengali) নামে নতুন পাঁচটি ভবনের নামকরণ করা হয়েছে। দেশটির বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নামকরণের ঘোষণা দিয়েছে। এই পাঁচজন বিশিষ্ট বাঙালি হলেন: কবি সুফিয়া কামাল(Sufia Kamal), সমাজসেবক তাসাদ্দুক আহমেদ এমবিই(Tasadduk Ahmed MBE), আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম(Syed Ashraful Islam), লন্ডনের(London) প্রয়াত সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ বেলাল(Shahabuddin Ahmed Belal) এবং বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রতীক আলতাব আলী(Altab Ali)।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র(Mayor) জন বিগস(John Biggs) সোমবার এক সংবাদ সম্মেলনে পাঁচজন বিশিষ্ট বাঙালির নাম ঘোষণা করেন। ভবন নির্মাণের কাজ প্রায় শেষ। এর মধ্যে চারটি ভবনের নির্মাণ কাজ চলতি বছরেই শেষ হবে বলে জানিয়েছেন জন বিগস। শাহাবুদ্দিন বেলালের নামে ভবনটির নির্মাণকাজ শুরু হতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।

মেয়র বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পূর্ব লন্ডনে ব্রিটিশ বাংলাদেশিদের অবদানের স্বীকৃতি(Recognition) দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

একজন বাঙালি হিসেবে এটা অত্যন্ত খুশি এবং গর্বের খবর। যেই ইংল্যান্ড কিনা এক সময় বিশ্ব শাসন করেছে, সেই ইংল্যান্ড এবার ৫ বাঙালিকে সম্মানী দেয়া হয় তাও কিনা তাদের নামে পাঁচটি বহুতলবিশিষ্ট ভবনের নাম রাখা হচ্ছে। বাংলাদেশবাসী হিসেবে এটা আমাদের জন্য অনন্য এক পাওয়া।

About Ibrahim Hassan

Check Also

হাসিনার ট্রাভেল ডকুমেন্টে কী লিখেছে ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি টানা চারবার ক্ষমতায় ছিলেন, বর্তমানে ভারতীয় মাটিতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *