Sunday , December 15 2024
Breaking News
Home / Entertainment / ৩টি শর্ত না মানায় সেলিম খানের সিনেমা থেকে বাদ পড়লেন দীঘি

৩টি শর্ত না মানায় সেলিম খানের সিনেমা থেকে বাদ পড়লেন দীঘি

বাংলাদেশের বিনোদন জগতের চেনা মুখ দীঘি। শিশুশিল্পী হিসেবেই রুপালী পর্দায় যাত্রা শুর করেন এই নায়িকা। অভিনয় করেছেন বেশ কয়েকটি সিনেমায়। তবে সম্প্রতি পশ্চিম বঙ্গের নায়ক বনি সেনগুপ্তের সঙ্গে নতুন একটি সিনেমায় কাজ করার কথা ছিল দীঘীর। সিনেমাটি প্রযোজনা করছেন সেলিম খান। অবশ্যে তিনি সিনেমায় কাজের জন্য ৩টি শর্ত দিয়েছিলেন দীঘিকে। শর্ত গুলো না মানায় সিনেমা থেকে বাদ পড়লেন দীঘি।

‘মানব দানব’ নামে বাংলাদেশের একটি ছবিতে পশ্চিম বঙ্গের নায়ক বনি সেনগুপ্ত কাজ করছেন। শোনা গিয়েছিলো ছবিটিতে বনির বিপরীতে নায়িকা হিসেবে কাজ করবেন দীঘি। দীঘি নায়িকা হবেন- সে বিষয়ে কথাও হয়েছিলো বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু হুট করে শনিবার রাতে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, দীঘি নন, বনির নায়িকা হিসেবে চূড়ান্ত করা হয়েছে শালুক নামে এক নবাগতাকে। সিনেমাটিতে বনির নায়িকা হিসেবে দীঘি থাকার বিষয়টি মোটামুটি চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত কেন তিনি থাকলেন না? এ বিষয়ে জানতে চাইলে প্রযোজক সেলিম খান জানান, দীঘিকে তিনটি শর্ত দেওয়া হয়েছিল। শর্তগুলোতে রাজি না হওয়ায় তাকে নেওয়া হচ্ছে না।

কী সেই তিন শর্ত? জানতে চাইলে সেলিম খান বলেন, দীঘিকে নায়িকা হিসেবে শাপলা মিডিয়াই প্রথম ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায় নেয়। পরে আর কাজ হয়নি। সেজন্য তাকে প্রথম শর্ত দেওয়া হয় পর পর শাপলা মিডিয়ার পাঁচটি ছবি করতে হবে। দ্বিতীয় শর্ত হলো, ফেসবুক বেশি বেশি ছবি বা টিকটকে ভিডিও দেওয়া যাবে না। পরের শর্ত হলো, ১৭ অক্টোবর থেকে শুটিং করতে হবে। কারণ কলকাতার বনি, রজতভ দত্ত এবং ভরত কল শিডিউল দিয়েছেন। তাই শুটিং কোনোভাবেই পেছানো সম্ভব নয়। এসব শর্তে না মেলায় দীঘিকে সিনেমাটিতে ফাইনালি নেওয়া হচ্ছে না। ‘মানব দানব’ পরিচালনা করছেন বজলুর রাশেদ চৌধুরী। আগামী ১৭ অক্টোবর চাঁদপুরে শুরু হবে এর শুটিং। এ উপলক্ষে ১৬ অক্টোবর কলকাতা থেকে ঢাকায় আসবেন বনি। পরের দিন শুটিংয়ে অংশ নেবেন তিনি।

বর্তমান সময়ে বাংলাদেশের সিনেমা অচল অবস্থায় পতিত হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের অনেক অভিনেতা-অভিনেত্রী ভারতের পশ্চিমবঙ্গের বাংলা সিনেমায় অভিনয় করছেন। অবশ্যে দেশের অনেক তারকা এবং প্রযোজকরা দেশের সিনেমা অঙ্গনের অচল অবস্থা দূরীকরনে আপ্রান ভাবে কাজ করছে। সরকারও দেশের বিনোদন অঙ্গনকে দর্শকমুখী করার জন্য বিশেষ ভাবে কাজ করছেন।

About

Check Also

ধানমণ্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে জনপ্রিয় নায়িকা আটক

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হয়েছেন নায়িকা ও মডেল মিষ্টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *