Monday , December 16 2024
Breaking News
Home / Entertainment / হুমায়ূন আহমেদের জন্মদিনে শাওনের অনুরোধ, যা ইচ্ছা তাই করবেন না

হুমায়ূন আহমেদের জন্মদিনে শাওনের অনুরোধ, যা ইচ্ছা তাই করবেন না

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন বাংলা কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। আজ শনিবার গুণী এই মানুষটির ৭৩তম জন্মবার্ষিকী। প্রতিবছরের এই দিনে তাকে গভীরভাবে স্মরণ করে থাকেন লাখ লাখ ভক্ত-শুভাকাঙ্খীরা। আর এরই জের ধরে এ বছরেও এর ব্যতিক্রম হয়নি।

পরিবারের পক্ষ থেকে সকালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে নুহাশ পল্লীতে ভিড় করেছিলেন শত শত ভক্ত-অনুরাগিরা।

জন্মদিনে হুমায়ূন আহমেদকে স্মরণ করে মেহের আফরোজ শাওন বলেন, ‘যারা হুমায়ূন আহমেদকে ভালোবাসেন তারা তাকে আজীবন ভালোবেসে গেছেন, যাবেন। তারাই তাদের পরবর্তী প্রজন্মের হাতে হুমায়ূন আহমেদের লেখা, সৃষ্টিকর্ম তুলে দেবেন। এটাই আমার আজীবনের প্রাপ্তি। শুধু আমার না, হুমায়ূন আহমেদের পরিবারের প্রাপ্তি।’

জনপ্রিয় এ লেখকের স্মৃতি ধরে রাখতে বিভিন্ন প্রত্যাশার কথা আগে বলেছিলেন শাওন। কিন্তু এবার তার মুখে সেই কোনো প্রত্যাশার কথা। শাওন বলেন, ‘হুমায়ূনহীন হুমায়ূন আহমেদের জন্মদিন, এটি দশমবার। প্রতিবারই প্রত্যাশার কথা বলি। আশা এবং স্বপ্নের মাধ্যমে আমরা বেঁচে থাকি। কিন্তু এবার কোনো প্রত্যাশার কথা বলব না। আসলে কোনো প্রত্যাশা নেই।’

শাওন বলেন, ‘হুমায়ূন আহমেদকে নিয়ে অনেকে কাজ করতে চান। তাদের বলব, যা ইচ্ছা তাই করবেন না, এটা অনুরোধ। গত দশ বছর ধরে আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে। হুমায়ূন আহমেদকে নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চর্চা হচ্ছে, পিএইচডি হচ্ছে। সেই চর্চা বাড়ুক, সবাই হুমায়ূন আহমেদ সম্পর্কে জানুক। ভুল কোনো চর্চা না হোক কারণ হুমায়ূন আহমেদ বাংলাদেশের সম্পদ।’

উল্লেখ্য, ২০১১ সালে ক্যান্সারে আক্রান্ত হন হুমায়ুন আহমেদ। এরপর দীর্ঘ বেশকিছু দিন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। কিন্তু এরপরও শেষ রক্ষা হলো না তার। ২০১২ সালের ১৯ জুলাই সবাইকে কান্নার সাগরে ভাসিয়ে পরলোক গমণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

About

Check Also

ধানমণ্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে জনপ্রিয় নায়িকা আটক

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হয়েছেন নায়িকা ও মডেল মিষ্টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *