Sunday , December 15 2024
Breaking News
Home / Entertainment / হাসপাতালে চিকিৎসাধীন ফারুক, দোয়া চাইলেন স্ত্রী ফারহানা

হাসপাতালে চিকিৎসাধীন ফারুক, দোয়া চাইলেন স্ত্রী ফারহানা

ঢাকাই সিনেমার অন্যতম কিংবদন্তি অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান দুলু। তবে পর্দায় ‘ফারুক’ নামেই অধিক পরিচিতি পেয়েছেন তিনি। এই মুহুর্তে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ফারুক। এর আগে শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটায় দীর্ঘ ৬ মাস আইসিইউতে থাকার পর গত এক মাস ধরে কেবিনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সিঙ্গাপুর থেকে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান আজ রোববার সকালে বলেন, ‘আপনাদের মিয়া ভাই ১ মাসের বেশি সময় ধরে কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এখন স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন। শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। আরও কিছুদিন লাগবে ঠিক হতে। তার জন্য সবাই দোয়া করবেন।’

গত মার্চের প্রথম সপ্তাহ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। গত ২১ মার্চ থেকে আইসিইউতে ছিলেন কিংবদন্তি এই অভিনেতা।

প্রসঙ্গত, ১৯৭১ সালে ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন ফারুক। তবে ববিতার বিপরীতে ‘লাঠিয়াল’ সিনেমার মাধ্যমে দর্শকদের নজরে আসেন তিনি। তার অভিনীত সেরা সিনেমাগুলোর মধ্যে রয়েছে-দিন যায় কথা থাকে, মিয়া ভাই, সুজন সখী, সারেং বৌ- ইত্যাদি।

About

Check Also

ধানমণ্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে জনপ্রিয় নায়িকা আটক

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হয়েছেন নায়িকা ও মডেল মিষ্টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *