Sunday , December 15 2024
Breaking News
Home / Countrywide / স্বামীকে তার নিজের বাড়িতে ঢুকতে দিচ্ছে না স্ত্রী, শেষ পর্যন্ত জিডি

স্বামীকে তার নিজের বাড়িতে ঢুকতে দিচ্ছে না স্ত্রী, শেষ পর্যন্ত জিডি

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় স্বামীকে হত্যা করার হুমকি এবং সেই সাথে নিজ বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ এনে নিজের স্ত্রীর বিরুদ্ধে সাধারন ডায়রি (জিডি) করেছেন স্বামী। গতকাল (শনিবার) বিকেলের দিকে সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি আব্দুল আলী পুল নামক এলাকার দেলোয়ার হোসেন নামের ঐ ভূ’ক্তভো’/গী ব্যক্তি সিদ্ধিরগঞ্জ থা’/নায় সাধারন ডায়েরি (জিডি) করেন। এই ঘটনার পর ঐ এলাকায় আলোচনার সৃষ্টি হয়।

জিডিতে তিনি উল্লেখ করেন, তার স্ত্রী শামিমা আক্তার আফরিনের (৩২) সঙ্গে ১৩ বছর পূর্বে পারিবারিকভাবে বিবাহ হয়। তাদের এক ছেলেসন্তান রয়েছে। গত ৫ বছর যাবত তার স্ত্রী নিজের ইচ্ছামতো চলাফেরা করছে। স্ত্রীর সঙ্গে বিভিন্ন পুরুষের অনৈতিক সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করা হয় ওই জিডিতে।

এসব কাজে বাধা দিলে স্বামী দেলোয়ারের সঙ্গে খারাপ আচরণ করার পাশাপাশি শারীরিক নি’/র্যা’তন করে আসছিল। সম্প্রতি স্বামী দেলোয়ার হোসেনকে প্রাণনা’শের হু’/ম’কিও দিচ্ছেন তার স্ত্রী। এমনকি তাকে তার বাড়িতেও প্রবেশ করতে দিচ্ছেন না। এতে ভী’/তস’/ন্ত্র’স্ত হয়ে স্বামী দেলোয়ার হোসেন স্ত্রী শামীমা আক্তার আফরিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থা’/নায় শনিবার বিকালে একটি সাধারণ ডায়েরি করেন।

এ ঘটনার বিষয়ে সোহেল রেজা যিনি সিদ্ধিরগঞ্জ থা’/নার এএসআই হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি জানান, দেলোয়ার হোসেন নামের এক যুবক থা’/নায় আসার পর তাকে হ’/’ত্যার হু’/ম’কি ও নি’/র্যা’/তন করার অভিযোগে একটি সাধারন ডায়েরি (জিডি) করে গেছেন। বিষয়টি খ’তিয়ে দেখে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হবে এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

About

Check Also

হাসিনাকে গার্ড করতে গিয়ে আমরা অশান্তি চাই না, ও দেশে ফেরত যাক

বাংলাদেশের ঐতিহাসিক ছাত্রজনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনার পতন ঘটে। এর পর থেকে তিনি পার্শ্ববর্তী দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *