Thursday , September 19 2024
Breaking News
Home / Countrywide / সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট, গ্রেফতার হলেন সাংবাদিক

সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট, গ্রেফতার হলেন সাংবাদিক

খন্দকার ফরহাদ আসিফ টিপু নামের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি তাকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফে’সবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বি’কৃ/ত ছবি ও তাকে নিয়ে কটু’ক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগে গ্রে’ফতার হয়েছেন।

কামরুজ্জামান তালুকদার যিনি কুমারখালী থা’/নার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি দেশের একটি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। যুবলীগ নেতার দা’য়ের করা মা/ম’লায় আজ (মঙ্গলবার) সকাল ১১ টার দিকে কুমারখালী পৌরসভা এলাকা হতে ঐ সংবাদ প্রতিনিধি টিপুকে গ্রে’ফতার করে আইনশৃংখলা বা’হি/’নীর সদস্যরা। টিপু কুমারখালী উপজেলা সংবাদ প্রতিনিধি ও বাটিকামারা গ্রামের প্রয়াত আমির উদ্দিনের ছেলে।

ওসি জানান, বৃহস্পতিবার ফরহাদ আসিফ টিপু তার ফে’সবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃ’ত করা দুটি ছবি ও ক’টূক্তিমূলক পোস্ট শেয়ার করেন। বিষয়টি নিয়ে সমালো’চনা ছড়িয়ে পড়লে টিপু ফে’সবুক থেকে শেয়ার করা ছবি সরিয়ে ফেলে আত্মগো’/পনে থাকে। এরপর রাতে কুমারখালী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান ফরহাদ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ১৯ (১) ও ৩১ (২) ধা’রায় মা’ম/লা দা’য়ের করেন।

তিনি যোগ করে বলেন, টিপুকে গ্রে’ফতার করা হলে তিনি ছবি শেয়ার করার বিষয়টি স্বীকার করেছেন। গোটা বিষয়টি খতিয়ে দেখতে কাজ করছে পু’/লি’/শ। টিপুকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। মা’/ম’লার নথিতে উল্লেখ করা হয়েছে, ঐ সংবাদ প্রতিনিধি দেশে চলমান অনাকাঙ্খিত দা’/ঙ্গা পরিস্থিতির সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিপ্রায়ে প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি বি/কৃ’ত ছবি শেয়ার করেছেন।

 

About

Check Also

‘আমি তোমাকে ছাড়বো না, শেখ হাসিনা কাউকে ছাড়ে না’: মুখ খুললেন সোহেল তাজ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ দায়িত্ব নেওয়ার পাঁচ মাস পর ২০০৯ সালে পদত্যাগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *