দীর্ঘ কয়েক বছর অভিনয় জগত থেকে নিজেকে আড়াল করে নেয়ার পর গত তিন বছর ধরে বড় পর্দায় বেশ জনপ্রিয়তার সাথেই কাজ করে যাচ্ছেন ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাবরিনা সুলতানা কেয়া। যিনি ভক্তদের মাঝে ‘কেয়া’ নামেই বেশ পরিচিতি পেয়েছেন। তবে দেশজুড়ে চলমান এই করোনা সংক্রমন কাজের ব্যাঘাত ঘটিয়েছে এটা ঠিক, কিন্তু দমে যাননি এ অভিনেত্রী। করোনাজনিত লকডাউন ও বিধিনিষেধ শিথিল হলে আবারও পূর্ণোদ্যমে কাজ শুরু করে দিয়েছেন তিনি। শুটিং করছেন একাধিক সিনেমায়।
কিছুদিন আগে শেষ করেছেন আলী আজাদের পরিচালনায় ‘বনলতা’ এবং জি স্বাধীনের পরিচালনায় ‘কথা দিলাম’ নামের দুটি সিনেমার কাজ। এ ছাড়া রকিবুল আলম রকিবের পরিচালনায় ‘সীমানা’ ও ‘ইয়েস ম্যাডাম’ নামের দুটি সিনেমার কাজও শেষ করেছেন তিনি। সব মিলিয়ে বলা যায়, ফিরতি যাত্রায় অভিনয় ক্যারিয়ারের সুসময়ের অপেক্ষায় আছেন তিনি। এদিকে আজ এ নায়িকার জন্মদিন।
তবে তার জীবনের এ বিশেষ দিনটিতে কোনো আনুষ্ঠানিকতা নেই। অন্যান্য দিনের মতোই দিনটি অতিবাহিত করবেন এ চিত্রনায়িকা। এ প্রসঙ্গে কেয়া বলেন, ‘আমি কখনোই আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করি না। এদিকে আম্মু অসুস্থ। তার অসুস্থতার কারণে মনটা সব সময়ই সেদিকে পড়ে থাকে। বাসায় যখন থাকি, তার পুরোটা সময়ই মায়ের সেবায় ব্যস্ত থাকি। এবারের জন্মদিনেও বাসাতেই থাকব। জন্মদিনে সবার কাছে একটাই চাওয়া আমার, আর তা হলো আমার মায়ের সুস্থতার জন্য দোয়া করা।’
প্রসঙ্গত, অভিনয় জগতে তার আত্মপ্রকাশ ঘটে ২০০১ সালে ‘কঠিন বাস্তব’ সিনেমার মধ্য দিয়ে। এ সিনেমায় অভিনয়কালে তার বয়স ছিল মাত্র ১৪ বছর। তবে পরবর্তীতে শাকিব খানের বিপরীতে ‘সাহসী মানুষ চাই’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন গুনী এই অভিনেত্রী। বর্তমানে বেশ সাফল্যের সাথেই কাজ করে যাচ্ছেন তিনি।