Sunday , December 15 2024
Breaking News
Home / Entertainment / শাহরুখের অভিনীত ১৫টি ব্লকবাস্টার সিনেমার আয়ের পরিমান

শাহরুখের অভিনীত ১৫টি ব্লকবাস্টার সিনেমার আয়ের পরিমান

বলিউডের মেগা সুপারস্টার শাহরুখ খান। তিনি বলিউডের মুকুট বিহীন সম্রাট। এমনকি তাকে বলিউডের রোমান্স কিং ও বলা হয়ে থাকে। আজ এই কিংবদন্তি অভিনেতার জন্ম দিন। এই বিশেষ দিনকে ঘিরে অসংখ্য ভক্ত-অনুরাগীদের ভালবায় সিক্ত হয়েছেন তিনি। এই জন্ম দিনকে ঘিরে বিভিন্ন মাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের সংবাদ প্রকাশিত হচ্ছে। এরই সুত্র ধরে সামনে এলো তার অভিনীত বলিউডের ব্লকবাস্টার সিনেমাগুলোর আয়ের পরিমান।

২৯ বছর ধরে বলিউডে রাজত্ব করছেন ‘বাদশা’ শাহরুখ খান। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসায় সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। নিজেকে নিয়ে গেছেন খ্যাতির অনন্য উচ্চতায়। শুরুটা করেছিলেন ছোটপর্দায় দিয়ে। তবে বলিউডে অভিষেক ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন শাহরুখ! এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে ‘কিং অব রোমান্স’ উপহার দিয়েই চলেছেন হিট, সুপারহিট ও ব্লকবাস্টার সব সিনেমা।

দেখে নেওয়া যাক, বক্স অফিস কাঁপানো শাহরুখ খানের কোন সিনেমাটি কত আয় করেছে-

১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিওয়ানা’ ৭ কোটি ৭৫ লাখ রুপি ব্যবসা করে। একই বছর তার ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ ২ কোটি ৫০ লাখ রুপি ব্যবসা করে।

পরের বছর ১৯৯৩ সালে ‘বাজিগর’ ৭ কোটি ৭৫ লাখ রুপি ব্যবসা করে। একই বছর ‘ডর’ ব্লকবাস্টার হয়, আয় করে ১০ কোটি ৭৫ লাখ রুপি।

‘কাভি হ্যা কাভি না’ ১৯৯৪ সালের ৩ কোটি ৮৮ লাখ রুপি ব্যবসা করে।

১৯৯৫ ব্লকবাস্টার ‘করণ অর্জুন’ বক্স অফিস থেকে আয় করে নেয় ৩৫ কোটি ২৯ লাখ রুপি। একই বছর শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত ও সাড়া জাগানো সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ মুক্তি পাওয়া এবং আয় করে নেয় প্রায় ৬৩ কোটি ৩১ লাখ রুপি।

১৯৯৬ সালে ‘দিল তো পাগল হ্যায় দিয়ে তিনি আয় করেন ৩৪ কোটি ৯৭ লাখ রুপি।

‘কুছ কুছ হোতা হ্যায়’ মুক্তি পায় ১৯৯৮ সালে। আয় করে নেয় ৪৬ কোটি ৮৭ লাখ রুপি।

২০০০ সালে মুক্তি প্রাপ্ত ‘মোহাব্বতে’ আয় ৪১ কোটি ৮৮ লাখ রুপি।

‘কাভি খুশি কাভি গম’ ২০০১ সালের মুক্তি পেয়ে আয় করে ৫৫ কোটি ৬৫ লাখ রুপি।

২০০৪ সালে ‘বীর জারা’ আয় করে ৪১ কোটি ৮৬ লাখ রুপি।

‘চাক দে ইন্ডিয়া’ ২০০৭ সালে মুক্তি পেয়ে ৭৯ কোটি ৪২ লাখ রুপি ব্যবসা করে। একই বছর ‘ওম শান্তি ওম’ ৬৭ কোটি ৬৯ লাখ রুপি আয় করে।

‘রব নে বনা দি জোড়ি’ ২০০৮ সালে ৮৪ কোটি ৬৮ লাখ রুপি আয় করে ব্লকবাস্টার হিট হয়।

২০১৩ সালে ‘চেন্নাই এক্সপ্রেস’ অলটাইম ব্লকবাস্টার হয়ে আয় করে নেয় ২২৭ কোটি ১৩ লাখ টাকা।

সম্প্রতি মা/দ/ক কান্ডে বেশ বিপাকে পড়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। এমনকি দীর্ঘ ২৮ দিন কারাবন্দী ছিলেন তিনি। পুত্র আরিয়ান মা/দ/ক কান্ডে গ্রেফ/তা/রে/র পর ব্যপক আলোচিত-সমালোচতি হয়েছিলেন শাহরুখ খান। অবশ্যে বলিউডের অনেকেই দুরসময়ে তার পাশে দাঁড়িয়েছে এবং স্বান্তনা দিয়েছে। এই তালিকায় ছিলেন শাহরুখের অসংখ্য ভক্ত-অনুরাগীরাও।

About

Check Also

ধানমণ্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে জনপ্রিয় নায়িকা আটক

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হয়েছেন নায়িকা ও মডেল মিষ্টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *