বর্তমান সময়ে বলিউডের বহুল আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তার অভিনীত সিনেমার মধ্যে দিয়ে দর্শক মনে বিশেষ জায়গা করে নিতে সক্ষম হয়েছেন তিনি। ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এবং নিজেকে আকর্ষনীয় করে তুলতে নিয়মিত রূপচর্চাও করে থাকেন এই অভিনেত্রী। সম্প্রতি তিনি নিজেই রূপচর্চার বিষয়াদি বেশ কিছু তথ্য দিলেন।
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের রূপসৌন্দর্য বিশ্বজুড়ে খ্যাত। একেবারেই মসৃণ তার মুখ। কোনো দাগ নেই। দেখেই বোঝা যায়, নিজের ত্বকের যথেষ্ট যত্ন নেন ক্যাটরিনা। কিন্তু সেই রূপের রহস্য কী? একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তার রূপচর্চার বিষয়াদি। ওটসের সঙ্গে সামান্য একটু মধু মিশিয়ে তৈরি করা ফেইস প্যাক ব্যবহার করেন তিনি। এই ফেইস প্যাকের বিষয়ে তিনি জানান, প্রথমে ওট্স গুঁড়ো করে এক চা চামচ পরিমাণ নিয়ে তাতে এক চা চামচ মধু মিশিয়ে ভালো ভাবে মুখে মাখতে হবে। আধ ঘণ্টা তা রেখে দিলে সেই প্যাক মুখেই শুকোতে শুরু করবে। তার পর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে মুখ। এ ছাড়া তিনি ত্বকের যত্নে ব্যবহার করেন বরফ। ভালো করে এক টুকরো বরফ মুখে ঘষে নিলে চোখ-মুখের ফোলা ভাব কমে যায়। প্রদাহও কমে। ত্বকের উজ্জ্বলতা বাড়ে। এ সবের সঙ্গে মুখের কিছু ব্যায়াম করেন ক্যাটরিনা। তাতে মুখের বলিরেখা পড়ার আশঙ্কা কমে। সঙ্গে কমে মুখের মেদ। সব মিলে ত্বকের তারুণ্য বজায় থাকে।
বলিউড একটি প্রতিযোগিতাপূর্ন জায়গা। এই মাধ্যমে টিকে থাকতে হলে কঠোর পরিশ্রম এবং দক্ষতার কোন বিকল্প নেই। এরই লক্ষ্যে অভিনেতা-অভিনেত্রীরা একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে। এমনকি নিজের শক্ত অবস্থান নিশ্চিত করতে আপ্রান চেষ্টা করে থাকে।