Monday , December 16 2024
Breaking News
Home / Countrywide / রাতে নারীর ঘরে ঢুকে অসামাজিক কাজ, হাতেনাতে আটক কমিশনার

রাতে নারীর ঘরে ঢুকে অসামাজিক কাজ, হাতেনাতে আটক কমিশনার

নাটোরের লালপুরে রাতে ঘরে প্রবেশ করে নারীকে জোরপূর্বক অনৈতিক কাজে লিপ্ত করার অভিযোগে আবু সাঈদ নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে গণধোলাই দেয়ার খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে এ ঘটনাটি ঘটে গোপালপুর পৌরসভা এলাকার মহিষাখোলা গ্রামে। এ ঘটনায় রীতিমতো গোটা এলাকাজুড়ে বইছে ব্যাপক ব্যাপক শোরগোল।

জানা যায়, গোপালপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কমিশনার হিসেবে দায়িত্বরত রয়েছেন তিনি।

এছাড়াও আবু সাঈদ গোপালপুর পৌরসভা যুবদলের যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।

জানা যায়, এ ঘটনায় পরবর্তীতে পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম উপস্থিত থেকে স্থানীয়দের সঙ্গে সমঝোতা করে এবং মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্তজা লিলি বলেন, কমিশনার আবু সাঈদের আগে পিছে নেই।

এ বিষয়ে গোপালপুর পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম বলেন, ওই পৌরসভার কমিশনার আবু সাঈদ যে ঘটনা ঘটিয়েছে; বিষয়টি খুবই দুঃখজনক।

তবে নিজের বিরুদ্ধে উঠা এ অভিযোগ রীতিমতো অস্বীকার করে পৌর কমিশনার আবু সাঈদ দাবি করেন, তাকে ষড়যন্ত্রমূলকভাবে মারধর ও মানহানি করা হয়েছে। কিন্তু এ বিষয়ে এখনো কোনো আইনি পদক্ষেপ নেয়া হয়েছে কিনা, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

About

Check Also

গভীর রাতে র‍্যাব পরিচয়ে ফেরদৌসকে তুলে নিয়ে যায় কিছু যুবক, এরপর যা হলো

বগুড়ায় র‍্যাব পরিচয়ে তুলে নেওয়া কলেজ শিক্ষার্থী ফেরদৌস সরকারকে নরসিংদীর মাধবদী থেকে উদ্ধার করেছে পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *