ভারত গনতন্ত্রের পক্ষ না নিয়ে ১৪ ও ১৮ মতো ২৪ সালে আওয়ামীলীকে ক্ষমতায় রাখার সমর্থন দিয়ে যাচ্ছে নির্লজ্জের মতো।যা কারণে ১৮ কোটি মানুষ তাদের গনতান্ত্রিক অধিকার হারিয়েছে।তারা নিজেদের স্বার্থে বাংলাদেশের জনগণের আকাঙ্খা অপেক্ষ করে একটি দলকে অবৈধ্য ভাবে ক্ষমতায় রেখেছে। যা ফলে ভারতে প্রতি এ দেশের মানুষের বিদ্বেষ দিনে দিনে বেড়েই চলেছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
বয়কটে কী হয়?
ম্যারিকোর শেয়ারের দাম দেখেন, পড়া আর থামতেছে না। ম্যারিকো হচ্ছে, প্যারাশ্যুট তেল বানায় যেই কোম্পানী। যারা শেয়ার মার্কেট সম্পর্কে জানেন তারা এই ট্রেন্ড দেখে বুঝতে পারবেন, আগামীকাল এই শেয়ারের কেনাবেচা একটু বেশী হবে। সেইজন্য শেয়ারের দাম বাড়ার সম্ভাবনা আছে। কিন্তু এই ধারাবাহিক পতন তারা লং টার্মে রুখতে পারবে না যদি আমরা মাসের পর মাস বয়কট চালায়ে যেতে পারি। আপনি ট্রেন্ড দেখুন, শেয়ারের মুল্য পতন খুব কন্সিস্টেন্ট।
জনগনের শক্তিকে কখনো আন্ডারএস্টিমেট করতে নাই। আমরা জ্বলে উঠবো নিজেদের শক্তিতে এভাবেই।