Thursday , December 12 2024
Breaking News
Home / Entertainment / মেয়ে ও জামাতর বিবাহবার্ষিকী, শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস দিলেন আবুল হায়াত

মেয়ে ও জামাতর বিবাহবার্ষিকী, শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস দিলেন আবুল হায়াত

বাংলাদেশের এক সময়ের ব্যাপক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী হলেন তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। এই তারকা দম্পতি একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। তবে তাদের বিয়ে দুই পরিবারের মতেই হয়েছে। তারা দুজন বর্তমানে দেশের বাইরে রয়েছেন। এদিকে, তাদের বিয়ে হয়েছে ২১ বছর। এই সময় তাদের ঘরে আলোকিত করে সন্তানও এসেছে। এবার মেয়ে ও জামাতর বিবাহবার্ষিকীতে, শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস দিলেন আবুল হায়াত।

দেখতে দেখতে বিবাহিত জীবনের ২১ টি বসন্ত পার করলেন তারকা দম্পতি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। ২০০০ সালের ২৩ জুলাই ভালোবেসে তারা পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাসের ঘরের মতো একের পর এক বিচ্ছেদের খবরের মাঝে শোবিজের সবার কাছে এই দম্পত্তি অনন্য এক উদাহরণ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমানে তারা রয়েছেন সুদূর যুক্তরাষ্ট্রে। তবে দূরে থাকলেও এমন দিনে শুভেচ্ছা জানাতে ভুলেননি ভক্ত, শুভাকাঙ্খী, স্বজন ও কাছের মানুষেরা। সবচেয়ে বিশেষ শুভেচ্ছাটি হয়তো গিয়েছে আবুল হায়াতের পক্ষ থেকে। মেয়ে ও জামাতাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বরেণ্য এ অভিনেতা লিখেছেন, হ্যাপি ম্যারেজ এ্যানিভার্সারি তৌকীর-বিপাশা। তোমাদের পরিবারের জন্য শুভকামনা রইলো।

উল্লেখ্য, দীর্ঘদিনের সংসার যাপনে তৌকীর-বিপাশা দুই সন্তানের জনক-জননী। এর আগে বিবাহবার্ষিকীতে দাম্পত্য জীবনের সুখে থাকার মূলমন্ত্রের কথা জানিয়েছিলেন তৌকীর আহমেদ। তখন তিনি বলেছিলেন, দাম্পত্য জীবনে মান-অভিমান পর্ব থাকবেই। কেউ নিশ্চিত করে বলতে পারবে না যে, তাদের কখনও কোনো বিষয়ে দ্বিমত কিংবা ঝগড়া হবে না। বিপাশা এবং আমার সম্পর্কের শুরু বন্ধুত্ব থেকে। এখনও আমরা একে অপরের ভালো বন্ধু। এমনকি আমাদের সন্তানদের কাছেও আমরা ভালো বন্ধু।

এই তারকা দম্পতি বর্তমানে দেশের বাইরে থাকছেন। তবে এরপরও দেশে তার ভক্তরা শুভকামনা জানাচ্ছেন। অনেকে তাদের জন্য দোয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন। আর এবার বরেণ্য অভিনেতা আবুল হায়াত তাদের জন্য শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিলেন।

About

Check Also

২৮ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মডেল স্বর্ণা

মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা ২০২১ সালে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *