ঢাকাই চলচ্চিত্রের বেশ জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি। মাদক আইনে করা মামলায় দীর্ঘ ২৬ দিন কারাভোগের পর গেল ১ সেপ্টেম্বর জামিনে জেল থেকে ছাড়া পান তিনি। আর এই ঘটনার পর এই প্রথম দেশের বাইরে গেলেন পরীমনি। গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) কলকাতায় পৌছেছেন ঢাকাই এই অভিনেত্রী।
আর এরই মধ্যে জানা গেছে, কলকাতার বেঙ্গল নামের একটি পাঁচ তারকা হোটেলে উঠেছেন তিনি। খবরটি জানিয়েছেন তিনি নিজেই।
এরই মধ্যে ফেসবুকে শেয়ার করেছেন বেশ কিছু ছবি। ক্যাপশনে লিখেছেন- ‘হ্যাপি ল্যান্ডিং’ পাশে হ্যাশট্যাগে লেখা, ‘কলকাতা ২০২১’। কিন্তু হঠাৎ ওপার বাংলায় কোন? ব্যক্তিগত কারণে নাকি অভিনয়ের কাজে, তা নিশ্চিত করেননি এই চিত্রনায়িকা।
তবে পরীর ঘনিষ্ঠ একাধিক সূত্রে জানিয়েছে, চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছেন এই পরীমনি। আর বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে পরীও জানান, ব্যক্তিগত কারণেই তার এই সফর।
এদিকে, ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারও জানিয়েছে, চিকিৎসার জন্য কলকাতায় এসেছেন এই অভিনেত্রী।
এদিকে মাদক মামলায় জেল থেকে ছাড়া পাওয়ার কিছুদিন পরেই অভিনয়ে ফেরেন ঢাকাই চলচ্চিত্রের গুণী এই অভিনেত্রী। জানা গেছে, এই মুহুর্তে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে শুটিং নিয়ে অনেকটা ব্যস্ত সময় পার করছেন তিনি। এছাড়াও বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরী।