Saturday , December 14 2024
Breaking News
Home / Entertainment / ফের সেলফি তুলতে আসা ভক্তের ওপর চটলেন ভাইজান, বললেন নাচ বন্ধ কর
????? ????? ??? ?????? ??? ????? ?????? (?????)

ফের সেলফি তুলতে আসা ভক্তের ওপর চটলেন ভাইজান, বললেন নাচ বন্ধ কর

বলিউডের সুপার স্টার অভিনেতা সালমান খান। তবে ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ভক্তদের কাছে ‘বলিউড ভাইজান’ নামেই অধিক পরিচিতি তিনি। ব্যক্তিগত জীবনে একজন হৃদয়বান ও বন্ধু প্রিয় মানুষ তিনি। তবে একবার রেগে গেলে, তাকে সামলানো রীতিমতো কঠিন হয়ে পড়ে সবার পক্ষেই। এর আগেও একবার মেজাজ হারিয়ে সেলফি তুলতে আসা ভক্তর মোবাইল ফোন পর্যন্ত কেড়ে নিয়েছিলেন তিনি। আর এবারে আবারও অনুরাগীদের উপর চটলেন, কড়া নির্দেশ দিলেন, ‘নাচ বন্ধ কর’।

ইনস্টাগ্রামে পোস্ট করা সেই মুহূর্তের ভিডিওটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

সেখানে দেখা যাচ্ছে, ভাইজানকে সামনে পেয়ে তার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন এক ভক্ত। সালমান তাকে জানান, ‘ওরা (পাপারাজ্জি) ছবি তুলছে।’ অন্যদিকে পাপারাজ্জিরাও সেই ভক্তের উদ্দেশে বলেন, ‘আমরা তোমার ছবি তুলছি।’ কিন্তু সেদিকে হুঁশ নেই ভক্তের। সঠিক অ্যাঙ্গেল পেতে তিনি তার মুঠোফোনটি এদিক-সেদিক করতে থাকেন। এরপরই সালমান বলে উঠেন, ‘নাচ বন্ধ করো।’

এর আগেও এক ভক্তের ওপর মেজাজ হারান সালমান খান। তার অনুমতি না নিয়ে সেলফি তুলতে আসা এক ভক্তের মোবাইল কেড়ে নেন ভাইজান। আর তাই অনেকেই ইনস্টাগ্রামের সেই ভিডিওর মন্তব্য বক্সে লিখেছেন, ‘যাক বাবা, এবার অন্তত ফোনটা ছিনিয়ে নেয়নি।’ কেউ আবার লিখেছেন, ‘সালমানের এত কীসের দেমাক জানি না।’

নিজের আসন্ন ছবি ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’-এর প্রমোশনে গিয়েছিলেন সালমান খান। সেখানেই ঘটে এই সেলফি বিপত্তি।

প্রসঙ্গত, ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন সালমান খান। বর্তমানে বলিইডে সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহনকারী অভিনেতাদের মধ্যে তিনি একজন। তবে অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যেও গান গেয়েও ভক্তদের মাঝে ব্যাপক পরিচিতি পেয়েছেন গুণী এই অভিনেতা।

About

Check Also

হাসিনাকে মা ডেকে জমি পায়নি, এবার ড. ইউনূস’কে বাবা ডাকতে রাজি জয়

মা সবসময় সন্তানের আবদার পূরণ করে থাকেন। কখনও সন্তানকে ফিরিয়ে দেন না। এ জন্যই আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *