রুহুল কবির রিজভী যিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বর্ষীয়ান নেতা তার বিরুদ্ধে এবার গ্রে’ফতারি প’রো’য়ানা জা’রি করলেন আদালত। তার সাথে তারই দলের অপর এক নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু যিনি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন তার বিরু’দ্ধেও গ্রে’ফতারি পরো’য়ানা জা’রি করলো ঐ একই আদালত। আজ (সোমবার) অর্থাৎ ২৫ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত শাহবাগ থা’/নার বিশেষ ক্ষমতা আইনে দা’য়ের করা এক মাম’লায় প্রেক্ষিতে এমন আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘২০১৮ সালে রাজধানীর শাহবাগ থা’/নার বিশেষ ক্ষমতা আইনের মাম’লাটির আজ অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। আদালত মা’মলার সেই অভিযোগপত্র গ্রহণ করে রিজভী ও দুলুর বিরু’দ্ধে গ্রে’প্তারি প’রোয়া’না জা’রি করেন।’
রুহুল কবির রিজভীর বিরুদ্ধে বেশ কয়েকটি মাম’লা রয়েছে এবং যেগুলোয় তিনি জা’মিনে আছেন। বিএনপির তরফ থেকে এই নেতার বিষয়ে বলা হচ্ছে তাকে হয়’রা’/নি করার জন্য শুধুশুধু তার বিরুদ্ধে অভিযোগ তুলে মা’মলা দেওয়া হয়েছে। রহুল কবির রিজভীকে এর আগে বিএনপির কার্য্যালয় থেকে আটক করা হয়েছিল।