Sunday , December 15 2024
Breaking News
Home / Entertainment / প্লিজ সবাই দোয়া করবেন যেন, আপনাদের ঘরের মেয়ে নিরাপদে আবার ঘরে ফেরে : সুমি

প্লিজ সবাই দোয়া করবেন যেন, আপনাদের ঘরের মেয়ে নিরাপদে আবার ঘরে ফেরে : সুমি

চলতি বছরের আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় সংগীত সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপো (ওম্যাক্স)। এটি অনুষ্ঠিত হবে পর্তুগালের পোর্তো শহরে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে একাধিক সঙ্গীতশিল্পীরা এ সম্মেলনে অংশ নিয়ে থাকেন। আর এরই জের ধরে এবার এতে অংশ নিবেন বাংলাদেশ ব্যান্ডের ভোকাল, গীতিকার ও সুরকার শারমীন সুলতানা সুমি। সেই লক্ষ্যে ইতিমধ্যেই দেশে ত্যাগ করেছেন গুণী এই শিল্পী।

জানা গেছে, বুধবার (২০ অক্টোবর) ভোরে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি।

জানা গেছে, শুরুতে সুইজারল্যান্ড গেলেও আগামী ২৬ অক্টোবর পর্তুগাল পৌঁছাবেন সুমি। সেখানে পর্তুগালের বাঙালিরা তাকে সংবর্ধনা জানাবেন। পর্তুগালে এ সম্মেলন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। আগামী ৭ নভেম্বর দেশে ফিরবেন গুণী এই সংগীতশিল্পী।

আজ সকালে যাত্রা শুরুর আগে বিমানে তোলা দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুমি, ক্যাপশনে লিখেছেন- ‘কাজকর্ম, চিন্তা ভাবনাতে এ (A)-মানে থাকতে বি (B) মানে চললাম। প্লিজ সবাই দোয়া করবেন যেন ইউরোপ-এ কাজ সেরে, ঘোরাঘুরি করে আপনাদের ঘরের মেয়ে নিরাপদে আবার ঘরে ফেরে। আল্লাহ সহায় হোন। সবাই সুস্থ আর ভাল থাকেন।’

ওম্যাক্সে এবারের সম্মেলনে যোগ দেবেন ৯০টি দেশের ২৬০ জন সংগীতশিল্পীসহ সংগীতের সঙ্গে যুক্ত আড়াই হাজারের বেশি লোক। আন্ডারগ্রাউন্ড, ফোক, রক, জ্যাজ, লোকাল মিউজিকসহ সব ধরনের মিউজিকের অন্যতম বড় বাজার এই ওম্যাক্স।

এই অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার বিষয়ে একটি গণমাধ্যমকে সুমি জানান, ‘২০১৬ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে সাউথ বাই সাউথ ওয়েস্ট ফেস্টিভ্যালে অংশ নিয়েছিল চিরকুট। উৎসবের পরিচালক টড পাকহাবের আমাদের পরিবেশনা দেখেছিলেন। তিনি আবার ওম্যাক্সেরও জুরি সদস্য। সেই সূত্রেই আমাকে এবার ওম্যাক্সে আমন্ত্রণ জানিয়েছেন টড।’

তিনি আরও বলেন, ‘এই বাজারে বাংলাদেশের মিউজিক নিয়ে নানা রকম কাজ করার সুযোগ আছে। আমাদের দেশের কোনো ব্যান্ড বা শিল্পীর সঙ্গে বিদেশি কোনো ব্যান্ডের সংযোগ করিয়ে দেওয়া যায় কি না, সেই চেষ্টা করব। এখানে সবাই নিজেদের সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে কথা বলে, নেটওয়ার্কিং হয়। একে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় মিউজিক মিটিং। ৯০টি দেশ থেকে সংগীতবিষয়ক নীতিনির্ধারকেরা আসেন। সৃজনশীল নানা বিষয় নিয়ে আলোচনা হয়, নির্ধারণ হয় কৌশল। আমি যেহেতু নানা রকম ক্রিয়েটিভ কাজ করি, আমার জন্য এই সম্মেলন একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। ব্যান্ড সদস্যদের খুব মিস করব। তবে আশা রাখি, আগামী বছর এই সম্মেলনে গান করবে চিরকুট।’

 

বিশ্বের অন্যতম বড় এই সঙ্গীত সম্মেলনে অংশ নিবেন ৯০টি দেশ থেকে ২৬০ জন সঙ্গীতশিল্পী। এছাড়াও তাদের সঙ্গে এ সম্মেলনে যুক্ত হবেন ২ হাজারেরও অধিক লোক। আর এ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করতে হচ্ছে শিল্পীদের। সংগীত সম্মেলন নিজের সেরাটা তুলে ধরার জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন সকলেই।

About

Check Also

ধানমণ্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে জনপ্রিয় নায়িকা আটক

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হয়েছেন নায়িকা ও মডেল মিষ্টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *