Thursday , December 12 2024
Breaking News
Home / Entertainment / পূত্রের বাবার পরিচয় ফের অনেকটা স্পষ্ট করলেন নুসরাত জাহান

পূত্রের বাবার পরিচয় ফের অনেকটা স্পষ্ট করলেন নুসরাত জাহান

কোলকাতার জনপ্রিয় অভিনেত্রী কিছুদিন আগে এক পূত্র সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু তার পূত্র সন্তানের পিতা কে সেই বিষয়ে এখনও পরিষ্কার করে কিছু বলেননি। তবে বিভিন্ন ভাবে বুঝিয়ে দিয়েছেন তার পূত্রের বাবার পরিচয়। স্বামী, স্ত্রী এবং দম্পতির একমাত্র পূত্র সন্তান ঈশান। তাহলে কি নিজেদের সম্পর্কের বিষয়টি সামনে এনে জানিয়ে দিতে চেয়েছেন নায়িকা নুসরাত জাহান। তাঁর সন্তানের পিতা কে সেই বিষয়টি উন্মোচনে করার দিকে একধাপ এগিয়ে গেলেন যেন ঈশান-জননী।

রবিবার গভীর রাতে একটি কেকের ছবি দিলেন নুসরাত। যেখানে দেখা গেল, কেকের উপর ইংরেজি অক্ষরে লেখা, ‘ওয়াই ডি’। এ কথা স্পষ্ট যে যশের নামের প্রথম ইংরেজি অক্ষরগুলোকেই পাশাপাশি বসানো হয়েছে। কিন্তু নিচের একটি লেখা থেকেই পাওয়া গেল নতুন বার্তা। লেখা, ‘হাসব্যান্ড’, অর্থাৎ ‘স্বামী’। আরো একটি জায়গায় লেখা, ‘ড্যাড’, অর্থাৎ ‘বাবা’।

ঈশানের বাবা যে যশ, সে কথা আগেই প্রকাশ্যে এসেছিল। কিন্তু ‘স্বামী’ লেখা দেখেই প্রশ্ন জাগে, তবে কি যশের জন্মদিনে যশের সঙ্গে তাঁর বিয়ের কিথা স্বীকার করলেন নুসরাত? এই প্রশ্ন যে আগে ওঠেনি তা নয়। গত বছর শেষে তাঁদের দু’জনকে দেখা গিয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে। মাথায় সিঁদুর ছিল নুসরাতের। তা ছাড়া ঈশানের জন্মের পর এনা সাহা আয়োজিত বিশ্বকর্মা পুজোয় ‘যশরত’কে দেখা গিয়েছিল। সেখানেও নুসরাত মাথায় সিঁদুর পরেছিলেন। কিন্তু কখনও জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সাংসদ-অভিনেত্রী।

নুসরাতের ভক্তদের যেন তার পূত্রের বাবাকে নিয়ে কিছুটা ধো’য়াশার মধ্যে রাখতে অন্য রকম খেলা খেলছেন নায়িকা। তিনি কেন সামনে আনছেন না ঈশানের বাবার পরিচয়? সেই প্রশ্নটা অনেকের মনে দেখা দিয়েছে। তবে কী এর পেছনে কোনো কারন রয়েছে? যেটা শুধু ঐ দম্পতির মাঝে জমিয়ে রেখেছেন। কোনো ইস্যু থেকে দূরে থাকার জন্য। তবে এখন নেটিজনেরা অনেকটাই স্পষ্ট ঈষানের বাবার পরিচয়ের বিষয়ে। দেখা যাক, তারা সামনে কীভাবে তাদের বিষয়টি প্রকাশ্যে আনেন।
খবর আনন্দবাজারের।

About

Check Also

২৮ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মডেল স্বর্ণা

মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা ২০২১ সালে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *