Sunday , December 15 2024
Breaking News
Home / Entertainment / পুলিশ আসার আগেই যদি বাড়ি আসতাম, তাহলে সব লোকজনদেরকে কাঁদিয়ে ছাড়তাম : মজার ছলে শাহরুখ

পুলিশ আসার আগেই যদি বাড়ি আসতাম, তাহলে সব লোকজনদেরকে কাঁদিয়ে ছাড়তাম : মজার ছলে শাহরুখ

মাদক সেবনের অভিযোগে সোশ্যাল মিডিয়ায় ছেলে আরিয়ানের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রীতিমতো আলোচনায় ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এমনকি ছেলের চিন্তায় নাওয়া-খাওয়া ভুলে মানসিকভাবে ভেঙেও পড়েছিলেন তিনি। তবে এরই মধ্যে আরিয়ানের জামিনের খবরে রীতিমতো সস্তিতে ফিরেছেন ‘খান’ পরিবার।

২৭ দিন পরে জেল থেকে ছাড়া পেয়েছেন আরিয়ান খান। আর এটিই হয়ে উঠেছে বলিউড জগতে আলোচনার শীর্ষ বিষয়। শনিবার (৩০ অক্টোবর) আরিয়ান খান মুম্বাইয়ের আর্থার রোডের কারাগার থেকে মুক্তি পেয়েছে। আর এরই মধ্যে শাহরুখ খানের পুরাতন একটি সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ফিল্মি বিটের এক সাক্ষাৎকারে ২০০৭ সালে মজার ছলে শাহরুখ বলেছিলেন, অমর সিংয়ের চোখে তিনি শয়তানের ছায়া দেখতে পান। আর এ কথাতেই অমরের সমর্থকরা অনেক রেগে যান। পরে শাহরুখের বাড়ি মান্নাতের বাইরে ভিড় জমান ক্ষিপ্ত অমর সমর্থকরা।

সেখানে এতটাই চিত্কার করছিলেন যে, অনেক ভয় পেয়েছিল শাহরুখের সন্তান আরিয়ান ও সুহানা। আর এই পরিস্থিতি সামালানোর জন্য ডাকতে হয় পুলিশ। এমন সময়টাই বাড়িতেও ছিলেন না শাহরুখ। পরে তিনি খবর শুনে কাজ ফেলে বাড়িতে ছুটে এসছিলেন।

সে সময় শাহরুখ বলেছিলেন, ক্ষতি করবেন বলে ভয় দেখালেও আমি ভয় পাবো না। কিন্তু আমার সন্তানদের ভয় দেখানোর চেষ্টা করলে চুপ করে বসে থাকবো না। পুলিশ আসার আগেই যদি আমি বাড়ি আসতাম, তাহলে সেখানের সব লোকজনদেরকে কাঁদিয়ে ছাড়তাম। যাদের জন্য আমার মেয়ের চোখে পানি এসেছিল, তাদেরকে ছাড়তাম না আমি।

শাহরুখ আরও বলেন, আমাকে নিয়ে কোনো সমস্যা থাকলে সরাসরি আমার সাথে কথা বলুন। আমার ছোট্ট মেয়েটা ভয়ে কাঁদছিল বিষয়টা একদমই মেনে নিতে পারছি না। আমি পাঠান, আর আমার পরিবারকে রক্ষা করতে জানি।

উল্লেখ্য, মুম্বাইয়ের বিলাসবহুল প্রমোদতরীর একটি পার্টিতে মাদক সেবনের অভিযোগে গত ২ অক্টোবর আরিয়ানকে আটক করে এনসিবি। এরপর দীর্ঘ জেরার পর তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে ইতিমধ্যে বাড়ি ফিরেছেন আরিয়ান। তার মুক্তির খবরে আনন্দের বন্যা বইছে মান্নাতে।

About

Check Also

হাসিনাকে মা ডেকে জমি পায়নি, এবার ড. ইউনূস’কে বাবা ডাকতে রাজি জয়

মা সবসময় সন্তানের আবদার পূরণ করে থাকেন। কখনও সন্তানকে ফিরিয়ে দেন না। এ জন্যই আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *