টি-টোয়েন্টি বিশ্বকাপে গত রোববারের (২৪ অক্টোবর) ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরে যায় ভারত। ফলে এ ঘটনাকে কেন্দ্র করে গোটা ভারতজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। আর এর মধ্যেই পাকিস্তানের জয় উদযাপন করা নিয়ে রীতিমতো আলোচনায় আসেন নাফিসা আতারি নামে ভারতীয় এক স্কুল শিক্ষিকা।
এ ঘটনায় প্রথমে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল তাকে। তবে এতেই খ্যান্ত না, এবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজস্থানের উদয়পুর থানা পুলিশ ওই স্কুল শিক্ষিকাকে ইতোমধ্যে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন।
গত রোববার (২৩ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়টি এসেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। এ দুর্দান্ত জয়ে বিজয় উদযাপন করেই প্রথমে শিক্ষকতার চাকরিটি হারান নাফিসা আতারি। রাজস্থানের উদয়পুরের নিরজা মোদি বিদ্যালয়ে পড়াতেন তিনি।
সম্প্রতি ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দেন নাফিসা। সেখানে তিনি লেখেন, আমরাই জিতেছি। আর এই স্ট্যাটাসের কিছুক্ষণ পরেই নানা সমালোচনায় জড়িয়ে পড়েন তিনি। এর পর্যায়ে চাকরি হারাতে হয় তাকে। আর এবার কারাগারে যেত হলো তাকে।