Sunday , December 15 2024
Breaking News
Home / Entertainment / পড়াশোনা শেষ না করেই বলিউড সিনেমায় যাত্রা শুরু করেন এই তারকারা

পড়াশোনা শেষ না করেই বলিউড সিনেমায় যাত্রা শুরু করেন এই তারকারা

ভারতের প্রথম সারির বিনোদন মাধ্যম বলিউড। গোটা বিশ্ব জুড়েই এই মাধ্যমের বেশ জনপ্রিয়তা রয়েছে। এই মাধ্যমে রয়েছে অসংখ্য অভিনেতা-অভিনেত্রী। এদের নিয়ে সাধারন মানুষের কৌতূহলির শেষ নেই। প্রায় সময় এরই লক্ষ্যে তারকাদের নানা বিষয় ভক্ত অনুরাগীদের মাঝে উঠে আসে। সম্পর্তি প্রকাশ্যে এসেছে পড়াশুনা শেষ না করেই বলিউড সিনেমায় অভিনয় করা বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীদের নাম।

সিনেমার ঝলমলে জগতের মোহে অনেক তারকাই পড়াশোনায় ইতি টেনেছেন খুব অল্প বয়সে। এই তালিকায় আছে বড় সব তারকার নাম। তবে যেই লক্ষ্যে পড়াশোনা ছেড়েছেন তারা, সেই ক্ষেত্রে সফলই বলা যায় তাদের। জেনে নিন তেমন ১৪ তারকা সম্পর্কে যারা কলেজের গণ্ডি পার হওয়ার আগেই পড়াশোনা ছেড়ে পা রেখেছেন বিনোদন দুনিয়ায়:

আলিয়া ভাট: সিনেমার জন্য পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন আলিয়া ভাট। স্কুলের পরে তিনি আর পড়াশোনা করেননি। ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবি দিয়ে অভিষেক হয় আলিয়ার। এরপরে আর কলেজে পড়া হয়নি।

আমির খান: কলেজের পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া হয়নি আমির খানের। থিয়েটারে যোগ দেন এবং পুরো দমে অভিনয় শুরু করেন। এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

দীপিকা পাড়ুকোন: মডেল হওয়ার পরে ব্যাডমিন্টন খেলা ছেড়ে দিয়েছেন দীপিকা। শুধু খেলা নয়, পড়াশোনাও ছেড়েছেন তিনি। মাউন্ট কারমেল হাই স্কুলে পড়াশোনা শেষ করে সোশ্যালজি নিয়ে পড়ার জন্য ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু মডেলিং-এ ক্যারিয়ার গড়ার জন্য পড়াশোনা মাঝ পথেই ছেড়েছেন তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া: সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া ক্রিমিনাল সাইকোলজিস্ট হতে চেয়েছিলেন। কিন্তু স্কুলের গণ্ডি পেড়িয়ে কলেজে ভর্তি হলেও পড়াশোনা শেষ করতে পারেননি তিনি। মডেলিং ক্যারিয়ারে সময় দেয়ার জন্য পড়াশোনা ছাড়তে হয়েছে তাকে।

অক্ষয় কুমার: মুম্বাইয়ের ডন বসকো হাই স্কুলে পড়াশোনা শেষ করে গুরু নানক খলসা কলেজে ভর্তি হয়েছিলেন অক্ষয়। কিন্তু বাবুর্চি হিসেবে ক্যারিয়ার গড়ার স্বপ্নে পড়াশোনা ছেড়েছেন অক্ষয়। পরবর্তীতে তিনি অভিনয়ে ক্যারিয়ার গড়েন এবং বাকি কাহিনী পুরো বিশ্বের জানা।

কঙ্গনা রানাউত: চান্দিগড়ের ডিএভি থেকে পড়াশোনা শেষ করে কঙ্গনা রানাউত ডক্টর হতে চেয়েছিলেন। তবে পরীক্ষায় না টেকায় মডেলিং-এ ক্যারিয়ার শুরু করেন। বর্তমানে তিনি বলিউডের সবচেয়ে আলোচিত তারকাদের একজন।

ক্যাটরিনা কাইফ: কাজের সুবাদে ক্যাটরিনার মায়ের বিশ্বের নানা প্রান্তে যেতে হতো। ক্যাটরিনা কখনই স্কুলে যাননি। বাড়িতে শিক্ষক রেখে তাকে পড়াশোনা করানো হয়েছে। তিনি যখন মডেলিং শুরু করেন তখন তার বয়স অনেক কম। তাই স্কুলের গণ্ডি পার হতে পারেননি অভিনেত্রী।

রণবীর কাপুর: রণবীর কাপুর স্কুলে ৫৪ শতাংশ নম্বর পেয়েছিলেন। এরপর তিনি বাবা-মায়ের কাছে গিয়ে বলেন, তিনি আর পড়তে চান না। এরপরে আর পড়াশোনা হয়নি রণবীরের। তবে তিনি নিউ ইয়র্কে ফিল্মমেকিং বিষয়ে ডিপ্লোমা করেছেন।

কারিনা কাপুর খান: স্কুল পার করে মিঠিবাই কলেজে আইন বিষয়ে পড়তে চেয়েছিলেন কারিনা। তবে পড়ার চেয়ে মডেলিং-এ ঝোঁক বেশি ছিল। তাই পড়াশোনা আর হয়নি অভিনেত্রীর।

ঐশ্বরিয়া রাই বচ্চন: মেডিসিন বিষয়ে পড়ার ইচ্ছা থাকলেও ঐশ্বরিয়া রাই বচ্চন রচনা সংসদ অ্যাকাডেমিতে স্থাপত্য বিষয়ে পড়াশোনা শুরু করেন। তবে মডেলিং-এ ক্যারিয়ার গড়ার লক্ষ্যে পড়াশোনা ছেড়ে দিয়েছেন তিনি।

সালমান খান: মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হওয়ার পরেও ব্যক্তিগত কারণে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন সালমান। এরপর ক্যারিয়ার গড়েন ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

টাইগার শ্রফ: আমেরিকান স্কুল অব বম্বে থেকে পড়াশোনা শেষ করে আর কলেজে ভর্তি হতে চাননি টাইগার শ্রফ। এরপর মডেলিং-এ ক্যারিয়ার শুরু করেন।

অর্জুন কাপুর: টুয়েলভথ গ্রেডের বোর্ড পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরে পড়াশোনা ছেড়ে দিয়েছেন অর্জুন কাপুর। এরপর ক্যারিয়ার গড়েন মডেলিং-এ।

কাজল দেবগণ: বিদ্যালয়ের পাঠ চুকিয়ে আর পড়া হয়নি কাজলের। মাত্র ১৭ বছর বয়সে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন।

আলিয়া ভাট, আমির খান, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, কারিনা কাপুর খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, সালমান খান, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, কাজল দেবগণ বলিউডের সেরা তারকা। তারা খুবই স্বল্প সময়ে নিপুন অভিনয়ের মধ্যে দিয়ে দর্শক মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। বিশ্ব জুড়েই এই সকল তারকাদের রয়েছে ব্যপক পরিচিতি এবং জনপ্রিয়তা। এমনকি বিশ্ব জুড়েই রয়েছে তাদের অসংখ্য ভক্ত-অনুরাগী।

About

Check Also

হাসিনাকে মা ডেকে জমি পায়নি, এবার ড. ইউনূস’কে বাবা ডাকতে রাজি জয়

মা সবসময় সন্তানের আবদার পূরণ করে থাকেন। কখনও সন্তানকে ফিরিয়ে দেন না। এ জন্যই আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *