Saturday , December 14 2024
Breaking News
Home / opinion / নাম প্রকাশে অনিচ্ছুক কেন বুঝতে পারি না: আসিফ নজরুল

নাম প্রকাশে অনিচ্ছুক কেন বুঝতে পারি না: আসিফ নজরুল

বাংলাদেশের চেনা মুখ আসিফ নজরুল। তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক। তিনি প্রায় সময় দেশের চলমান পরিস্তিতি নিয়ে নানা ধরনের তথ্য তুলে ধরেন সামজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি তিনি পত্রিকায় কলাম ও লিখে থাকেন। সম্প্রতি এই কলাম লেখার অভিজ্ঞতার কথা জানিয়ে বেশ কিছু কথা তুলে ধরলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আমি প্রথম আলোতে লিখি ঠিক বিশ বছর ধরে। একটা সময় লেখার কাজটা খুব আকর্ষনীয় হয়ে উঠে অনলাইনে মন্তব্যগুলোর কারণে। কয়েক বছর আগেও প্রচুর মন্তব্য করা হতো আমার লেখার উপর। মনে আছে ২০১৪ সালের নির্বাচনের উপর লেখাগুলোতে মন্তব্য ছিল তিন থেকে সাড়ে চার শ-র মতো। এরপর নানাকারণে মন্তব্য ছাপানো কমিয়ে দেয়া হয়। তারপর প্রায় বন্ধই করে দেয়া হয়। এখন কখনো কখনো শ খানেক মন্তব্য হলে দেখি এরমধ্যে কমপক্ষে এক-তৃতীয়াংশ হচ্ছে আননেমড ইউজার! এই আননেমড-দের একটা অংশ সরকারের সমালোচক, হয়তো একারণেই আননেমড। কিন্তু বাকী অনেকে সরকারের অন্ধ সমর্থক তা তাদের মন্তব্য পড়লে বোঝা যায়।
এরাও ‘আননেমড’ বা নাম প্রকাশে অনিচ্ছুক কেন বুঝতে পারি না।

বর্তমান সরকারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের শেষ নেই। প্রায় সময় দেশের রাজনৈতিক দল গুলো সহ সুশীল সমাজের অনেকেই সরকারের সমালোচনা করছে। আসিফ নজরুল ও রয়েছে এই তালিকায়। তিনি প্রায় সময় সরকারের নানা ধরনের অনিয়ম তুলে ধরছেন।

About

Check Also

আগামীকাল ঢাকায় বড় কিছু ঘটানোর পরিকল্পনা, আপাতত যানবাহন তল্লাসি করুন: ইলিয়াস হোসেন

আওয়ামী লীগকে পুনর্বাসন করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও সংগঠন, যারা সংখ্যালঘু হিন্দুদের মধ্যে রয়েছে, পরিকল্পিতভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *