সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে হোয়াটসঅ্যাপে ফোন কলের মাধ্যমে ‘ওসি হেলাল’ পরিচয়ে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। রনি জানান, একজন ব্যক্তি পুলিশ কর্মকর্তার পরিচয় দিয়ে তাকে এ হুমকি দেন। তিনি বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন।
রোববার (১৩ অক্টোবর) দুপুরে রনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘটনার বিবরণ দিয়ে একটি পোস্ট করেন। তিনি লেখেন, ‘দেশে কী হচ্ছে! সেনাবাহিনীর পোশাক পরে ডাকাতি। আর পুলিশের নাম ভাঙিয়ে যে কত বড় সর্বনাশ হচ্ছে তার একটি সাক্ষাৎ নমুনা এই মাত্র পেলাম!’
‘+880 1829-673645 নম্বর থেকে হঠাৎ হোয়াটসঅ্যাপে একটি ফোন এলো। নম্বরের ওপরে লেখা ওসি হেলাল স্যার! বললেন কক্সবাজার থেকে বলছি ওসি হেলাল। আপনার নম্বরটি পুলিশের নম্বরের সঙ্গে কেন অ্যাড হয়ে আছে? তিনি আমাকে বারবার আমার হোয়াটঅ্যাপ চ্যাটে গিয়ে একটি কোড নম্বর দেখতে বললেন!’
রনি আরো লিখেছেন, ‘আমি যতবার বললাম- আমার ফোনে কোনো কোড নম্বর নেই।
‘আমি বললাম- আমি প্রয়োজনে পুলিশের টেলি কমিউনিকেশন বিভাগ অথবা সাইবার ইউনিটের সঙ্গে কথা বলব! আমার কথা শুনে তিনি তেলেবেগুনে জ্বলে উঠলেন এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দিলেন। বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট পুলিশের ঊর্ধ্বতন কর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি!’