Saturday , December 14 2024
Breaking News
Home / Entertainment / দুটি সেদ্ধ ডিম দিয়েই দিন শুরু পরীমনির

দুটি সেদ্ধ ডিম দিয়েই দিন শুরু পরীমনির

চারদিকে এখন ঢাকায় ছবির আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরিমনির খবর মূলত এই অভিনেত্রী খুব অল্প সময়ে সিনেমার পর্দায় এসে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন এবং তার বিলাসবহুল জীবনযাপন দেখে অনেকের মনে প্রশ্ন জেগেছে যে কিভাবে এত অল্প সময়ে এই অভিনেত্রী এত উপার্জন করেছেন অনেকেই আবার নেতিবাচক বিভিন্ন চোখে দেখেছে বিষয়টি তবে এবার সবকিছু সামনে এসেছে

র‌্যাবের অভি’যানে গ্রে’ফতার চিত্রনায়িকা পরীমনিকে তার বাসায় ম’দ ও মাদ’কদ্রব্য পাওয়ার বিষয়ে হেফাজতে নিয়ে জিজ্ঞা’সাবাদ করছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পরীমনিকে পুলিশে হস্তা’ন্তর করে র‌্যাব। তার বিরু’দ্ধে বনানী থানায় করা হয় মাদ’কদ্রব্য আই’নে মাম’লা।

এর আগে বুধবার রাতে বাসা থেকে আ’টকের পর প্রায় ২৪ ঘণ্টা র‍্যাব হেফাজতে ছিলেন পরীমনি। বনানীর বিলাসবহুল ফ্ল্যাটে বাস করা চিত্রনায়িকা পরীমনির ভিন্ন রকম দিন কে’টেছে। সকালে নানা রকম বাহারি নাস্তার বদলে তিনি একটা সীমিত মেন্যু পান। র‍্যাব সূত্র জানায়, সকালে পরীমনিকে পরোটা, দুটি সেদ্ধ ডিম ও গরুর মাংস দেওয়া হয়। পরীমনি দুপুরে খেয়েছেন ভাত, মুরগির মাংস ও সবজি-ডাল। রাতে দুটি সেদ্ধ ডিম, ভাত ও চায়নিজ সবজি খান। এ ছাড়া তাকে লেমন জুস দেওয়া হয়।

পরীমনিকে র‍্যাব সদর দফতরের বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তার আচ’রণ ছিল স্বাভাবিক। জিজ্ঞাসাবাদের সময় তিনি র‍্যাব কর্মকর্তাদের সহযোগিতা করেছেন বলেও জানা গেছে। ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, চিত্রনায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের পৃথক দুটি মাম’লা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের চার দিনের রি’মান্ড ম’ঞ্জুর করেছেন আ’দালত। পরীমনি ও রাজকে রিমা’ন্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

বুধবার বিকেলে পরীমনির বনানীর বাসায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভি’যানে যান র‍্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় চার ঘণ্টার অভি’যান শেষে রাত ৮টার দিকে তাকে আট’ক করে র‍্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়। তার বাসা থেকে বিপুল

বুধবার বিকেলে আটকের পর থেকেই বিভিন্ন তথ্য দিচ্ছে পরীমনি এবং এসব তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত সমালোচিত হচ্ছে সেই সাথে এই অভিনেত্রীকে নিয়ে মানুষের চিন্তাধারা অনেকের সাথে মিলে যাচ্ছে এবং নেতিবাচক কর্মকাণ্ডের কারণে তার উপযুক্ত শাস্তি দাবি করছেন অনেকেই

About

Check Also

২৮ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মডেল স্বর্ণা

মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা ২০২১ সালে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *