Saturday , December 14 2024
Breaking News
Home / Countrywide / দল থেকে বহিষ্কার হওয়ার পর, হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আলোচিত সেই তানভীর

দল থেকে বহিষ্কার হওয়ার পর, হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন আলোচিত সেই তানভীর

ফোনে ‘আপা আপা’ বলে ডাকা আওয়ামী লীগ কর্মীকে বহিষ্কার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের জ্যাকসন হাইটস ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মো. তানভীর কায়সারকে বরখাস্ত করা হয়েছে।

গত ১২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তানভীর কায়সারের ফোনালাপের পর অডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন তিনি।

ভিডিওতে তানভীর বলেছেন, ‘‘শেখ হাসিনার সঙ্গে ভাইরাল হওয়া কথোপকথন আমারই ছিল। আমিই কথা বলেছি। ওইটা আমার প্রথম কল রেকর্ড। আবেগের জায়গা থেকে কলটা রেকর্ড করি। বাংলাদেশে আমার খুব কাছের কিছু মানুষ আছে তাদেরকে আমি দেই। তাদের মধ্যে থেকে হয়তো কেউ এটা লিক করে কোনো মিডিয়ার হাতে দেয়। আমি কোনো মিডিয়াকে এই রেকর্ডটি দেইনি।’

তানভীর আরো বলেন, ‘উনাকে আমি হাজারবার আপা বলবো, লাখ লাখ বার আপা বলবো, কার কী আসে যায়? আই ডোন্ট কেয়ার। আমার এটা মাথাব্যথার বিষয় না। আপনারা ট্রোল করেন, মিমিক্রি করেন হোয়াটএভার ইউ ক্যান ডু, হোয়াটএভার ইউ লাইক। আই হ্যাভ নো প্রবলেম ফর দ্যাট।’

About Nasimul Islam

Check Also

বিজিবির নাম পুনরায় বিডিআর করা সহ ৮ দাবি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নাম পরিবর্তন করে আবারও বাংলাদেশ রাইফেলস্ (বিডিআর) নাম পুনঃস্থাপনসহ ৮ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *