Sunday , December 15 2024
Breaking News
Home / Entertainment / জিজ্ঞাসাবাদে পরীমনি ঘটনা ও ঘটনার নেপথ্যের মূল হোতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল

জিজ্ঞাসাবাদে পরীমনি ঘটনা ও ঘটনার নেপথ্যের মূল হোতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল

চিত্রনায়িকা পরীমনি বর্তমানে কারাগারে রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করেছে। এ সময় এই চিত্রনায়িকা একাধিক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এমনকি এই চিত্রনায়িকার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতিমধ্যে এই চিত্রনায়িকার সম্পর্কে একাধিক অভিযোগ উঠে এসেছে। এমনকি তারা বাসা থেকে নিষিদ্ধ জিনিসের বোতল উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে তার বাসা থেকে যে সকল নিষিদ্ধ জিনিসের বোতল উদ্ধার করা হয় তা তিনিই খালি করেন। এবার এই চিত্রনায়িকার সম্পর্কে আবারও সংবাদ প্রকাশ পেল।

নায়িকা পরীমনির নতুন করে পাঁচ দিনের রি”মা”ন্ড চেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগে রি”মা”ন্ডে থাকাকালীন জিজ্ঞাসাবাদে পরীমনি ঘটনা ও ঘটনার নেপথ্যের মূল হোতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আজ (১৮ আগস্ট) ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে নায়িকার জামিন শুনানির দিন ধার্য ছিল। শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষ বলেন, পরীমনির ফের পাঁচ দিনের রি”মা”ন্ড আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) তার উপস্থিতিতে রি”মা”ন্ড শুনানি অনুষ্ঠিত হবে।

রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তাফা উল্লেখ করেন, রি”মা”ন্ডে জিজ্ঞাসাবাদের শেষ দিকে আসামি মামলার ঘটনা ও ঘটনার নেপথ্যে মূল হোতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। নিষিদ্ধ জিনিস মজুত, উদ্ধারসহ ব্যবসার পেছনে অর্থের যোগানদাতাদের খুঁজে বের করতে পুনরায় তার ৫ দিনের পুলিশ রি”মা”ন্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ একান্ত প্রয়োজন। আসামিকে রি”মা”ন্ডে পাওয়া গেলে নিষিদ্ধ জিনিসের ব্যবসায়ী মূল হোতাদের গ্রেফতার, অবৈধ উৎসসহ অপরাধলব্ধ আয়ের সন্ধান পাওয়া সম্ভব হবে।’

রি”মা”ন্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে আসামিদের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে। এমতাবস্থায় মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি শামসুন নাহার স্মৃতি ওরফে পরীমনিকে ইতোপূর্বে আদালতের আদেশে পুলিশ রি”মা”ন্ডে পেয়ে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য দিয়েছে তার ওপর ভিত্তি করে নিষিদ্ধ জিনিস ব্যবসায়ী মূল হোতাদের গ্রেফতার, নিষিদ্ধ জিনিস মজুত উদ্ধারসহ ব্যবসার পেছনে অর্থের যোগানদাতাদের খুঁজে বের করতে পুনরায় তার ৫ দিনের পুলিশ রি”মা”’ন্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, এই চিত্রনায়িকা কে চলতি মাসের ৪ আগস্ট তার বাসা থেকে আটক করে র‍্যাব। তাকে আটকের সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জিনিস উদ্ধার করা হয়। এরপর থেকে এই চিত্রনায়িকার সম্পর্কে একাধিক সংবাদ প্রকাশ পাচ্ছে। এই চিত্রনায়িকা কে প্রথমে আটক করার পর কেউ কথা না বললেও বর্তমানে অনেকে তার মুক্তি চাচ্ছে। এই চিত্রনায়িকার মুক্তি চেয়ে বিনোদন জগতের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন।

About

Check Also

ধানমণ্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে জনপ্রিয় নায়িকা আটক

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হয়েছেন নায়িকা ও মডেল মিষ্টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *