Thursday , December 12 2024
Breaking News
Home / Countrywide / জানা গেল বায়তুল মোকাররমে সংঘর্ষের আসল কারণ

জানা গেল বায়তুল মোকাররমে সংঘর্ষের আসল কারণ

রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকজন মুসল্লি আহত হন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বায়তুল মোকাররমের বর্তমান ও সাবেক খতিবদের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের আগে বক্তৃতা দিচ্ছিলেন বায়তুল মোকাররম মসজিদের বর্তমান খতিব মুফতি ওয়ালিউর রহমান খান। এমন সময় পুরানো খতিব মুফতি রুহুল আমিন (আত্মগোপনে থাকা) তার অনুসারীদের নিয়ে মসজিদে প্রবেশ করেন। নতুন খতিবের কাছে থাকা মাইক্রোফোনে পুরনো খতিব হাত দিলে বর্তমান খতিবের অনুসারীরা প্রতিবাদ করেন। এরপর দুই পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়।

প্রায় আধা ঘণ্টা সংঘর্ষ চলার পর সাবেক খতিব মুফতি রুহুল আমিন মসজিদ থেকে বের হয়ে যান। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিবেশ কিছুটা শান্ত হলে দেড়টার দিকে আবারো মসজিদে নামাজ শুরু হয়। খবর পেয়ে সেনা সদস্যরাও দ্রুত বায়তুল মোকাররম মসজিদে আসেন।

এ বিষয়ে মতিঝিল পুলিশ বিভাগের উপ কমিশনার মো. শাহরিয়ার আলী সংবাদমাধ্যমকে বলেন, বায়তুল মোকাররম মসজিদের ভেতরে নতুন এবং পুরাতন খতিব নিয়ে সমস্যা সৃষ্টি হয়। তারা একপক্ষ আরেক পক্ষকে জুতার বাক্স থেকে জুতা বের করে ছুড়ে মেরেছে। পরে জেনেছি পুরাতন খতিব নামাজ পড়াতে পারেননি। নতুন খতিব জুমার নামাজ পড়িয়েছেন।

পল্টন থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, আমরা মসজিদের বাইরে কোনো ঝামেলা তৈরি হতে দেইনি। একটি গ্রুপ এসে মসজিদের বাইরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছিল, কিন্তু আমরা তাদেরকে মসজিদের বাইরেও অবস্থান করতে দেইনি।

উত্তেজনাকর পরিস্থিতিতে তিনজনকে আটক করা হয়েছে উল্লেখ করে ওসি আরও বলেন, মসজিদ এলাকার পরিস্থিতি এখন ‘স্বাভাবিক’।

About Nasimul Islam

Check Also

মাত্র ১৫ মিনিটে বাংলাদেশ দখলের হুমকি, উত্তেজনা পশ্চিমবঙ্গে

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংখ‍্যালঘু সেলের মালদা জেলা সভাপতি টিঙ্কু রহমান বুধবার (১১ ডিসেম্বর) এক বিতর্কিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *