Saturday , December 14 2024
Breaking News
Home / Entertainment / ছেলে গ্রেপ্তার হওয়ায় কি কি ক্ষতি হলো শাহরুখের

ছেলে গ্রেপ্তার হওয়ায় কি কি ক্ষতি হলো শাহরুখের

এই মুহুর্তে কঠিন পরীক্ষার মধ্যে রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সম্প্রতি মাদক-কাণ্ডের অভিযোগে ছেলে আরিয়ানের গ্রেপ্তারের খবরে রীতিমতো বেশ আলোচনায় রয়েছেন তিনি। এদিকে আজ আদালতে বিচারকের সামনে দাড়ানোর কথা রয়েছে আরিয়ানের। ধারণা করা হচ্ছে, সাজা বাড়তে পারে তার।

এদিকে ছেলেকে মুক্ত করতে সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছেন শাহরুখ খান। জানা গেছে, আরিয়ান ঘরে না ফেরা পর্যন্ত আপাতত সিনেমার কাজ স্থগিত রাখছেন বাদশা। এই মুহূর্তে দুটি ছবির শুটিংয়ে ব্যস্ত শাহরুখ। একটি হলো দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘পাঠান’। গানের দৃশ্যে শুটিংয়ের জন্য ১০ অক্টোবর শাহরুখ-দীপিকার স্পেনে যাওয়ার কথা। সঙ্গে যাওয়ার কথা পরিচালক সিদ্ধার্থ আনন্দের। কিন্তু এই অবস্থায় তিন সপ্তাহের সেই সফর অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রেখেছেন শাহরুখ।

দক্ষিণের পরিচালক অ্যাটলির পরিচালনায় শাহরুখের দ্বিতীয় ছবিটির কাজ চলছিলো। আরিয়ান গ্রেপ্তার হওয়ায় সেটির কাজও বন্ধ রাখতে হয়েছে। কবে কাজ শুরু হবে সে বিষয় এখন অনিশ্চিত।

এদিকে কথা রাখলেন না শাহরুখ খান। শেষ মুহূর্তে বাতিল করলেন বিজ্ঞাপনের শুটিং। তার জন্য প্রস্তুত ছিল সেট। সকাল সকাল সেটে পৌঁছে গিয়েছিলেন সহ-অভিনেতা অজয় দেবগণ। কিন্তু কয়েক ঘণ্টা পর কিং খান জানিয়েছেন, তিনি কাজে যেতে পারবেন না। বুধবার (৬ অক্টোবর) এমনই কাণ্ড ঘটিয়েছেন শাহরুখ।

জানা যায়, শাহরুখের জন্য সেটে ২৫-৩০ জন দেহরক্ষী প্রস্তুত ছিলেন। সেদিন ভোর থেকে তার ভ্যানিটি ভ্যানও দাঁড়িয়ে ছিল সেখানে। তবে সকল প্রস্তুতিকে উপেক্ষা করে বিকেল ৩টার দিকে শুটিং বাতিল করেন তিনি। শেষ পর্যন্ত শাহরুখকে বাদ দিয়ে অজয়ের অংশগুলোর দৃশ্যধারণ করা হয়েছে। ছেলের দুঃসময়ে পাশে আছেন বলিউড বাদশা। ছেলেকে মুক্ত করে তবেই কাজে ফিরবেন তিনি।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) আদালতে হাজির করা হবে শাহরুখপুত্রকে। মাদককাণ্ডে গ্রেপ্তার আরিয়ান খান ছাড়া পাবেন কি-না, তা জানা যাবে আজই। তার আইনজীবী সতীশ মানশিণ্ডে জামিন আবেদন করবেন। মুম্বাইয়ের একটি আদালতে এ মামলার শুনানি হবে।

ছেলে গ্রেপ্তারের পর থেকেই মানসিক অশান্তিতে আছেন শাহরুখ খান। ছেলেকে মুক্ত করতে এদিক-সেদিক ছুটে বেড়াচ্ছেন তিনি। শাহরুখপত্নী গৌরীও ভেঙে পড়েছেন। বিদেশে ব্যবসায়ীক সফর বাতিল করেছেন তিনি।

এদিকে ছেলের কর্মকাণ্ডের কারনে নানা সমালোচিত হচ্ছেন শাহরুখ খান। এমনকি তাকে নিয়ে নানা ট্রলও করছে নেটিজেনরা। তবে বলিউড বাদশাহর এই বিপদের পাশে দাড়িয়েছেন তার অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্খিরা। এমনকি সর্বদা আরোয়ানের খোঁজ খবর নিচ্ছেন বলিউডের একাধাইক তারকারাও।

About

Check Also

২৮ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মডেল স্বর্ণা

মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা ২০২১ সালে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *