Monday , December 16 2024
Breaking News
Home / Entertainment / চিত্রনায়িকা মিমকে ঢঙ্গী বলে ডাকেন হবু বর সনি পোদ্দার

চিত্রনায়িকা মিমকে ঢঙ্গী বলে ডাকেন হবু বর সনি পোদ্দার

বিদ্যা সিনহা মিম, ঢাকই সিনেমার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ও শীর্ষে অবস্থান করা একজন অভিনেত্রীর নাম। সিনেমায় কাজ করে যাচ্ছেন অনেক বছর ধরেই। তবে এবার তিনি আলোচনায় এসেছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। জানা গেছে তিনি তার বিবাহিত জীবন শুরু করার একধাপ এগিয়ে গেছেন। অর্থাৎ বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী। আর এই কারনে জন্মদিনের পাশাপাশি আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে তার ভক্তরা।

গতকাল বুধবার (১০ নভেম্বর) নিজের জন্মদিনে আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছেন মিম। এ দিন রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জীবনসঙ্গীর নাম ঘোষণা করেন মিমি। জানান, তার হবু বরের নাম সনি পোদ্দার।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে আলাপকালে নতুন জীবনের অনেক গল্পই শেয়ার করেছেন এই নায়িকা। জানান, এক বান্ধবীর মাধ্যমে তার সহকর্মী সনি পোদ্দারের সঙ্গে পরিচয় হয়। বর্তমানে সিটি ব্যাংকের মতিঝিল শাখায় কর্মরত সনি। এছাড়া নিজেদের পারিবারিক ব্যবসাও দেখাশোনা করছেন।

কয়েক বছর আগেই বাবাকে হারিয়েছেন সনি। তার দুই বোনের দুজনই বিবাহিত। মাকে নিয়ে নিকেতনের বাসায় থাকেন সনি। তার সঙ্গে মিম প্রথম দেখা করেন রাজধানীর গ্লোরিয়া জিন্সে। তবে প্রথমদিন লজ্জায় সেখানে বেশিক্ষণ থাকতে পারেননি মিম। এছাড়া প্রেমিককে নিয়ে কখনো মিডিয়ার সামনেও আসেননি।

দুজনের সম্পর্কটা একটা গোপনীয় ছিল যে মোবাইলে পর্যন্ত নিজেদের নাম সেভ করে রেখেছিলেন ভিন্ন নামে। সনি নিজের মোবাইলে প্রিয়তমা মিমের নাম সেভ করেন ‘ঢঙ্গী’ নামে। অন্যদিকে মিমের মুঠোফোনে সনির নামটি সংরক্ষণ করা ছিল ‘সান’ দিয়ে।

মিম বলেন, “আমাদের সম্পর্কটা এতটা গোপনীয় ছিল যে বান্ধবীর মাধ্যমে সনির সঙ্গে আমার পরিচয় সেও জানতে পেরেছে অনেক পরে। শুরুতে আমার মা’ও রাজি ছিল না। তাই আমরা এই গোপনীয়তা রক্ষা করি। সনির মোবাইলে আমরা নামটি সেভ করা ‘ঢঙ্গী’ নামে। আর আমার মোবাইলে তার নাম ‘সান’। একবার রায়হান রাফির এক শুটিংয়ে ‘সান’ নাম্বার থেকে বারবার কল আসছিল। মোবাইল তখন রাফির কাছে। সে বলে, কে এই ‘সান’ বারবার কল দিচ্ছে। জবাবে আমি বলেছিলাম সে আমার কস্টিউম ডিজাইনার! করোনার শুরুর সময়টায় মা আমাদের সম্পর্কটা মেনে নেয়। এবার বিশেষ দিনে এসে তা সবাইকে জানিয়ে দিলাম।”

উল্লেখ্য, ১৯৯২ সালে জন্ম নেয়া এই অভিনেত্রী ২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগীতার মাধ্যমে নজরে আসেন সবার। এরপর থেকে আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। সিনেমার পাশাপাশি তিনি ছোট পর্দায়েও কাজ করে পেয়েছেন ব্যাপক সফলতা

About

Check Also

ধানমণ্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে জনপ্রিয় নায়িকা আটক

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হয়েছেন নায়িকা ও মডেল মিষ্টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *