Saturday , December 14 2024
Breaking News
Home / Entertainment / চলছে বিয়ের শেষ সময়ের প্রস্তুতি, সাংবাদিকদের ভয়ে বন্ধুর বাড়ি গিয়ে পোশাক পরছেন ক্যাটরিনা

চলছে বিয়ের শেষ সময়ের প্রস্তুতি, সাংবাদিকদের ভয়ে বন্ধুর বাড়ি গিয়ে পোশাক পরছেন ক্যাটরিনা

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চলতি বছরের আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের অন্যতম দুই সফল তারকা ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল। জানা গেছে, এই মুহুর্তে ভারতের রাজস্থানের বিলাসবহুল হোটেলে চলছে বিয়ের শেষ সময়ের প্রস্তুতি। তবে বিয়ে নিয়ে এখনো মুখ খোলেননি দুজনের কেউ। তাদের বিয়ের খবর নিশ্চিত করেছেন বন্ধুবান্ধব, পরিবারের সদস্যরা।

আর এরই মধ্যে এবার জানা গেল, চিত্র সাংবাদিকদের ভয়ে নিজের বাড়ি ছেড়ে বন্ধুর বাড়ি গিয়ে পোশাক পরে দেখছেন ক্যাটরিনা কাইফ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, নিজের বাড়িতে কোনো রকম ভিড় চান না এ নায়িকা। সেজন্য তার বন্ধুর বাড়ি বেছে নিয়েছেন তার যাবতীয় পোশাক ও গয়না বাছাই এবং মাপ নেওয়ার কাজকর্ম।

বিয়ের যাবতীয় বিষয় দেখছেন ক্যাটের সহকর্মীরা। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পোশাক, পোশাক পরা ছবি, গয়না, গয়না পরা ছবি সব পাঠিয়ে আলোচনা সেরে নিচ্ছেন তারা।

অতিথি তালিকা প্রকাশ পেয়েছে দিন কয়েক আগে। তাতে দেখা গেছে করণ জোহর, আলি আব্বাস জাফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেঠি, সিদ্ধার্থ মলহোত্রা, কিয়ারা আদবাণী এবং বরুণ ধবনের মতো তারকাদের নাম। তবে সেখানে তার প্রাক্তন প্রেমিক সালমান খানের নাম নেই।

ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের পরও তাদের দুজনের সম্পর্কে তিক্ততা আসেনি। একসঙ্গে কাজও করেছেন তারা। আগামী বছর মুক্তি পাবে সালমান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’ ।

এসবের পর অনেকেই ভাবতে পারে যে তাহলে প্রাক্তনের বিয়েতে উপস্থিত থাকবেন না কেন সালমান খান?

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান খান গ্রেপ্তারের পর শাহরুখের পাশাপাশি সালমানও তার বেশ কিছু কাজ স্থগিত রেখেছিলেন। সম্প্রতি কাজে ফিরেছেন সালমান খান। তার বেশিরভাগ শুটিংয়ের তারিখ পড়েছে ডিসেম্বর মাসেই। আর এ কারণেই ডিসেম্বরে ক্যাট ও ভিকির বিয়েতে থাকতে পারবেন না সালমান খান।

এক সঙ্গে কাজের সুত্র ধরে পরিচয় ঘটে ক্যাটরিনা-ভিকির। আর এরই ধারাবাহিকতায় একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তাদের মাঝে। শোনা যাচ্ছে, আগামী ৭ থেকে ১২ ডিসেম্বরে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে হিন্দু রীতি মেনে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা।

About

Check Also

২৮ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মডেল স্বর্ণা

মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা ২০২১ সালে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *