নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে যানবাহন থামিয়ে কাগজপত্র চেকিংয়ের নামে প্রতারনার করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রেজাউল করিম নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার এ ঘটনাটি ঘটে সিরাজগঞ্জের তাড়াশ-রানীহাট বাজারে। ইতিমধ্যে তার বিরুদ্ধে আসা এ অভিযোগ খুতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কের রানীহাট এলাকায় বিভিন্ন সিএনজি, নছিমন ও মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র চেকিং করছিলেন এবং টাকা নেওয়া দেখে লোকজনের মধ্যে সন্দেহ হয়। স্থানীয়রা তার কাছে গিয়ে পুলিশ সদস্যকে কোন থানায় কর্মরত জানতে চান। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রেজাউল করিম স্বীকার করেন, তিনি কোনো পুলিশ সদস্য নন। শেরপুরে কাজ করেন। পরে লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এদিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. ফজলে আশিক সংবাদকর্মীদের জানান, ইতিমধ্যে ঐ প্রতারককে আটক করে থানায় নেয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।