Saturday , January 11 2025
Breaking News
Home / National / গত অক্টোবর মাসে জব্দকৃত নিষিদ্ধ পন্যের মোট অর্থের পরিমান জানালো বিজিবি

গত অক্টোবর মাসে জব্দকৃত নিষিদ্ধ পন্যের মোট অর্থের পরিমান জানালো বিজিবি

সমাজে ভাল-মন্দ দুই শ্রেনীর মানুষ রয়েছে। মন্দ ব্যক্তিরা নিজেদের স্বার্থ হাছিলের জন্য প্রায় সময় নানা ধরনের অপরাধ কর্মকান্ড পরিচালনা করছে। এমনকি দেশ-বিদেশ থেকে আমদানি করছে নানা ধরনের নিষিদ্ধ পন্য। সম্প্রতি বাংলাদেশের সীমান্ত রক্ষী বিজিবি প্রকাশ করেছে গত অক্টোবার মাসে জব্দকৃত মোট নিষিদ্ধ পন্যের অর্থের পরিমান।

গত অক্টোবর মাসে মোট ৮০ কোটি ১১ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরা/চা/লান পণ্য সামগ্রী, অ/স্ত্র ও গো/লা/বা/রুদ এবং মা/দ/কদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত অক্টোবর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে এ চোরা/চা/লান সামগ্রী জব্দ করে বিজিবি।মঙ্গলবার বিজিবি পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়েছে, জব্দকৃত মা/দ/কে/র মধ্যে রয়েছে ১২,৮৬,৯৫১ পি/স ই/য়া/বা ট্যাবলেট, ১ কেজি ৭৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ আ/ই/স, ২২,৩৯৮ বোতল ফেন/সি/ডি/ল, ১৮,০৭৭ বো/ত/ল বিদেশী ম/দ, ১,৬১৪ ক্যান বি/য়া/র, ১,৪৯৬ কেজি গাঁ/জা, ৪ কেজি ৮৭৩ গ্রাম হে/রো/ই/ন, ১৭,৩৪৬টি ইন/জে/কশন, ৪,৩৩৭টি ইস্কাফ সি/রা/প, ১,০৪৩ বোতল এমকেডিল/ক/ফি/ডিল, ৩৮,৩৭৩টি এ্যানেগ্রা/সেনে/গ্রা ট্যাবলেট এবং ৬৮,২২০টি অন্যান্য ট্যাবলেট।

জব্দকৃত অন্যান্য চোরাচা/লা/ন দ্রব্যের মধ্যে রয়েছে ৪৬৬ গ্রাম স্বর্ণ, ২৬ কেজি ৪১১ গ্রাম রূপা, ১,৫১,৬৭৪টি কসমেটিক্স সামগ্রী, ২,৭৩০টি ইমিটেশন গহনা ৬,৮১৮টি শাড়ী, ৩,৫১৪টি থ্রিপিস/শার্টপিস, ১১১ মিটার থান কাপড়, ৫,৫৮০টি তৈরী পোশাক, ২,১০৬ ঘনফুট কাঠ, ৫,৫৩৫ কেজি চা পাতা, ১৫,৮৩৫ কেজি কয়লা, ২টি ট্রাক/কাভার্ডভ্যান, ৬টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৪টি পিকআপ, ৩৯টি সিএনজি/ইঞ্জিন চালিত অটোরিকশা এবং ৭৫টি মোটর সাইকেল।

উদ্ধারকৃত অ/স্ত্রে/র মধ্যে রয়েছে ৪টি পি/স্ত/ল, ৭টি বিভিন্ন প্রকার গান, ৩টি ম্যাগা/জিন, ৩১টি মর্টা/র শে/ল এবং ২৬ রা/উ/ন্ড গু/লি। এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়া/বা/সহ বিভিন্ন প্রকার মা/দ/ক পা/চা/র ও অন্যান্য চো/রা/চা/লানে জড়িত থাকার অভিযোগে ৩০২ জন চোরা/চা/লা/নী/কে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৩১ জন বাংলাদেশি নাগরিক ও ৩ জন ভারতীয় নাগরিককে আট/কে/র পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশের সীমান্ত রক্ষায় কাজ করে থাকে বিজিবি। প্রায় এই বাহিনীর কাছে গ্রে/ফ/তার হচ্ছে অসাধু ব্যক্তিরা। এবং আটক হচ্ছে বিপুল পরিমানের নিষিদ্ধ নানা পন্য। তবে অপ/রা/ধীরা নানা ভাবে অনেক ধরনের কৌশল অবলম্বন করছে। এক্ষেত্রে বিজিবি ও বেশ সরব রয়েছে। এবং সকল অনিয়ম প্রতিরোধে আপ্রান ভাবে কাজ করছে।

About

Check Also

মারা যায়নি আবু সাঈদ, আছেন ফ্রান্সে রনির এমন মন্তব্যে নিয়ে যা জানা গেল

সম্প্রতি টিকটকে পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিও শেয়ার করা হয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *