Thursday , December 12 2024
Breaking News
Home / Entertainment / অকালেই বিদায় নিতে হলো দুজনকেই

অকালেই বিদায় নিতে হলো দুজনকেই

সামনে থেকে আসা একটি সাইকেলকে বাঁচাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে অকালেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের সম্ভাবনাময়ী দুই তারকা মডেল। ইতিমধ্যে দুজনেই প্রায় কোটি কোটি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। তবে দুর্ভাগ্যবসত ভক্তদের কাছে নিজেদের পুরোপুরি ভাবে মেলে ধরার আগেই বিদায় নিতে হলো তাদের। জানা গেছে, সম্ভাবনাময়ী দুই তারকা মডেলের নাম আনসি কবীর ও অঞ্জনা শাহজাহান। তারা দুজনেই ২০১৯ সালে মিস কেরালার প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী।

এরমধ্যে আনসি কবীর মিস কেরালার শিরোপা জয়ী এবং অঞ্জনা শাহজাহান রানার আপ। আনসি কবীর এ বছর মিস সাউথ ইন্ডিয়ার শিরোপাও জিতেছিলেন

সোমবার (১ নভেম্বর) কেরালার ৬৬ নম্বর জাতীয় সড়কের ভিটিলা এবং এডাপ্পাল্লির মধ্যে চক্রপরম্ভুর কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, আনসি কবীর ও অঞ্জনা শাহজাহান একই গাড়িতে করে ফটোশুট থেকে ফিরছিলেন। হঠাৎ গাড়ির সামনে একটি সাইকেল চলে আসে। আর সেই সাইকেলটিকে বাঁচাতে গিয়ে গাড়িটি সরাসরি একটি গাছে ধাক্কা খায়।

About

Check Also

২৮ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মডেল স্বর্ণা

মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা ২০২১ সালে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *