Thursday , December 12 2024
Breaking News
Home / Sports / খারাপ না, ভালোই হয়েছে : ইয়ো ইয়ো টেস্টে পাস নিয়ে নাসির

খারাপ না, ভালোই হয়েছে : ইয়ো ইয়ো টেস্টে পাস নিয়ে নাসির

বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম অলরাউন্ডার মোহাম্মদ নাসির হোসেন। ব্যাটিংয়ে পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিং ও বোলিং করে ক্রিকেট প্রেমি ভক্তদের মন জয় করে নিয়েছেন তিনি। তবে বেশকিছু দিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন এই তারকা। নতুন উদ্যমে শুরুর পরিকল্পনাও রয়েছে নাসিরের। সম্প্রতি কিছুদিন আগেই সংবাদ মাধ্যম জানিয়েছেন জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা।

তবে তার আগে অবশ্যই ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স জরুরি। কয়েকদিন পরই শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। তারই অংশ হিসেবে চলছে ফিটনেস পরীক্ষা- ইয়ো ইয়ো টেস্ট। পরীক্ষায় উতরে গেছেন নাসির।

১৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা জাতীয় লিগ। তার আগে দেখে নেওয়া হচ্ছে ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা। আজ (শনিবার) থেকে শুরু হয়েছে ইয়ো ইয়ো টেস্ট। এই পরীক্ষায় স্কোর নিয়ে সন্তুষ্ট নাসির। নিশ্চিত করে স্কোর বলতে না পারলেও ১৭.৪ পাওয়ার কথা জানিয়েছেন। নাসির বলেছেন, ‘খারাপ না, ভালোই হয়েছে। ১৭ পয়েন্টের ওপরে পেয়েছি। সম্ভবত ১৭.৪ পয়েন্ট।’

অনেক বছর ধরেই বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেস যাচাই করা হতো বিপ টেস্ট দিয়ে। ইয়ো ইয়ো ও বিপ টেস্টের মূল পার্থক্য বিরতিতে। বিপ টেস্টে বিভিন্ন ধাপে টানা দৌড়াতে হয়। কোনও বিরতি থাকে না। অন্যদিকে ইয়ো ইয়ো টেস্টে বিভিন্ন ধাপে দৌড়াতে হয়, কিন্তু সেখানে ১০ সেকেন্ডের বিশ্রাম নেওয়া যায়। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ডসহ অনেক দেশই ফিটনেস দেখতে এই আধুনিক টেস্ট ব্যবহার করে।

আজ রাজশাহী, ঢাকা মেট্রো ও রংপুর বিভাগের ক্রিকেটাররা টেস্টে অংশ নিয়েছেন। ৪ অক্টোরব পর্যন্ত বাকি বিভাগের ফিটনেস টেস্ট হবে।

এদিকে গুণী এই ক্রিকেটারকে আবারো জাতীয় দলে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন অনেকেই। বিশেষ করে, তার দুর্দান্ত ফিল্ডিং ও বোলিং দেখা থেকে রীতিমতো দূরে সরে আসেন সকলেই। তবে এদিকে জাতীয় দলে ফেরারও সবরকম চেষ্টা করে যাচ্ছেন নাসির। আশাবাদী, আবারো ক্রিকেট প্রেমি ভক্তের মনে জায়গা করে নিতে পারবেন তিনি।

About

Check Also

সাকিব ইস্যুতে বাংলাদেশকে ‘নিষিদ্ধ’ করতে পারে আইসিসি

সাকিব আল হাসানকে দেশের মাটিতে শেষ টেস্ট খেলার সুযোগ দেওয়ার দাবিতে তার ভক্তরা নানা কর্মসূচি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *