বর্তমান সময়ে দেশের একজন জনপ্রিয় অভিনেতা হলেন আনন্দ খালেদ। অভিনয় শুধু নয় এবার তিনি গান গেয়েও চমক দেখিয়েছেন। অবশ্য এই অভিনেতা এর আগেও বেশ কয়েকটি গান গেয়েছেন। আবারও তিনি একটি নতুন গান নিয়ে হাজির হয়েছেন তার ভক্তদের জন্য। গানটির শিরোনামেও রয়েছে মায়ের বিষয় নিয়ে ‘মাগো’। সেটা যাই হোক সবচেয়ে বড় চমক দিলেন এই গানে আর সেটা হলো গানটিতে মডেল হয়েছেন অভিনেতার মা খালেদা আক্তার।
তবে আনন্দ খালেদের পক্ষে তার নিজের মাকে মডেল বানানো অতটা সহজ ছিল না। কারণ, তার মা এ পর্যন্ত কখনও ক্যামেরার সামনে দাঁড়াননি, ধার্মিক মানুষ, তাই ক্যামেরার সামনে আসেননি। কিন্তু কথায় বলে মায়ের ভালোবাসা নিঃশর্ত। আর তাই মা তার ছেলের ইচ্ছার কাছে হার মেনেছেন। প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন খালেদা আক্তার।
আনন্দ খালেদ বলেন, ‘আমি খুব ভাগ্যবান যে, এই গানের ভিডিওতে মাকে পাশে পেয়েছি। আমার বিশ্বাস এই গানটি শেষ পর্যন্ত ব্যক্তিগত থাকবে না। পৃথিবীর সব মায়ের শর্তহীন ভালোবাসার গান হয়ে উঠবে।’
শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে এই অভিনেতার ভাষ্য, ‘গানের মূল কথা যেহেতু শর্তহীন ভালোবাসা, তাই মাকে বুঝালাম এই ভালোবাসার আবেদন তুমি ছাড়া পর্দায় ফুটিয়ে তোলা যাবে না। মাকে বলেছি, অভিনয় না করতে। মায়ের সঙ্গে আমার যে সম্পর্ক বাস্তবে, তা-ই মাকে করতে বলেছি। এক দিনেই শুটিং শেষ করেছি।’
মায়ের ভালোবাসা নিয়ে গানটির কথা ও সুর করেছেন আনন্দ খালেদ নিজেই। শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন থেকে মুক্তিপ্রাপ্ত গানটির সংগীতায়োজন করেছেন আভরাল সাহির। দর্শকদের জন্য পর্দায় মা ও ছেলের ভালোবাসার আবেদন ফুটিয়ে তুলেছেন প্রগতিশীল নির্মাতা সোহেল রাজ। গানটি পর্দায় দেখে খুবই পছন্দ করেছেন অভিনেতার মা। ফোন করে পরিচিতজনদের গানটি দেখতে বলছেন। মায়ের খুশি দেখে ছেলেও খুশি।
ভিডিওটি নির্মান করার পর সোহেল রাজ দেশের একটি অন্যতম এবং জনপ্রিয় একটি টিভি চ্যানেলকে বলেন, “প্রত্যেকটা কাজ মানুষ একটা উদ্দেশ্য নিয়ে করে থাকে এবং এর পেছনে থাকে কোনো না কোনো একটি গল্প। মায়ের ভালোবাসার তুলনা হয় না আর সেটা কখনও বলেও শেষ করা যায় না। কারণ, পৃথিবীতে সকল কিছুতে শর্ত থাকতে পারে কিন্তু মায়ের ভালোবাসায় কোনো শর্ত থাকে না, তার ভালোবাসা নিঃশর্ত। আশা করি কাজটি সকল দর্শকের মনে জায়গা করে নিবে। পৃথিবীর সকল মায়ের জন্য শুভকামনা।’