Friday , December 13 2024
Breaking News
Home / Entertainment / কীভাবে প্রপোজ করেছিলেন হুমায়ূন আহমেদ বিস্তারিত জানালেন শাওন

কীভাবে প্রপোজ করেছিলেন হুমায়ূন আহমেদ বিস্তারিত জানালেন শাওন

গতকাল নানা আয়োজনের মধ্যে দিয়ে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন পালিত হয়েছে। এই দিনকে ঘিরে বিনোদন অঙ্গনের অনেকেই অনেক ধরনের স্মৃতিচারন করেছেন। এমনকি তার সহধর্মনী মেহের আফরোজ শাওন জানিয়েছেন কীভাবে তাকে প্রপোজ করেছিলেন হুমায়ূন আহমেদ।

দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে কি বলে প্রপোজ করেছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ? এই বিষয়ে সবারই রয়েছে বেশ কৌতূহল। বেশ কয়েক বছর আগে ভারতের আনন্দবাজার পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন শাওন। প্রপোজ করতে গিয়ে কী বলেছিলেন হুমায়ূন? এমন প্রশ্নের উত্তরে শাওন বলেন, ‘উনি আমাকে বলেছিলেন, গুহাচিত্র যারা আঁকতেন তাদেরও কাউকে লাগত ওই অন্ধকারে প্রদীপটা ধরে রাখার জন্য। যাতে সেই চিত্রকর নিজের কাজটা করতে পারেন। তুমি কি আমার জন্য সেই আলোটা ধরবে?’

এই কথা শোনার পর অন্যরকম হয়ে গিয়েছিল কিশোরী মেহের আফরোজ শাওনের পৃথিবী। চুপ করে থেকেছিলেন কয়েকটা দিন। কোনো জবাব দেননি। এর কিছুদিন পর হুমায়ূন আহমেদ শাওনকে বলেন, ‘সেন্ট মার্টিন দ্বীপে যদি একা চলে যাই, সব ছেড়ে? তুমি থাকবে?’ এবার আর চুপ থাকেননি শাওন। তিনি বলেছিলেন, ‘থাকব। সবসময় থাকব।’ কথা রেখেছিলেন শাওন। হুমায়ূনের হাত ছাড়েননি তার মৃ/ত্যু অবধি।

এদিকে বাংলাদেশে ঝড় উঠেছিল হুমায়ূনের দ্বিতীয় এবং অসমবয়সী বিয়ে নিয়ে। নানা রকম কথা ছড়িয়ে পরে দেশজুড়ে। কেউ কেউ বলেন, মেয়ের বান্ধবী ছিলেন শাওন। মেয়ের বান্ধবীকেই বিয়ে করেছেন হুমায়ূন আহমেদ। এমন একটি কথা প্রচলিত আছে। এই বিষয়ে বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের ‘সেন্স অব হিউমার’ নামের অনুষ্ঠানে শাওন বলেন, ‘বান্ধবীর বাবার সঙ্গে প্রেম করিনি বরং বন্ধুর মেয়ের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল। হুমায়ূন আহমেদের কন্যা শীলা আহমেদ আমার বন্ধুর মেয়ে।’

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বীতিয় স্ত্রী মেহের আফরোজ শাওন। তিনি বেশ কিছু গুনের অধিকারী। তিনি অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, পরিচালক ও স্থপতি হিসেবে কাজ করে থাকেন। দেশে জুড়ে রয়েছে তার ব্যপক জনপ্রিয়তা এবং অসংখ্য ভক্ত-অনুরাগী।

About

Check Also

২৮ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মডেল স্বর্ণা

মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা ২০২১ সালে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *