Saturday , December 14 2024
Breaking News
Home / Entertainment / এবার শাহরুখের উদ্দেশ্যে চিঠি পাঠালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

এবার শাহরুখের উদ্দেশ্যে চিঠি পাঠালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

বলিউডের মেঘা সুপারষ্টার শাহরুখ খান। বেশ কিছু দিন ধরে তিনি ব্যপক আলোচনা-সমালোচনার শীর্ষে রয়েছে। মূলত পু্ত্রের মা/দ/ক কান্ডে গ্রেফ/তা/রের পরে এমন পরিস্তিতির সম্মুখীন হয়েছেন তিনি। তবে এই দূরসময়ে তার পাশে দাঁড়িয়েছে অনেকেই। এমনকি রাজনীতিবীদ কংগ্রেস নেতা রাহুল গান্ধীও তার পাশে দাঁড়িয়েছে। এবং তার উদ্দেশ্যে পা ঠিয়েছেন এক চিঠি। এবার প্রকাশ্যে এলো চিঠির লেখা গুলো।

মা/দ/ক/কা/ণ্ডে শাহরুখ খানের ছেলে আরিয়ানের গ্রেফ/তা/রের পেছনে অনেকেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। এর নেপথ্যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অংক দেখছেন শাহরুখ ভক্তদের একটি অংশ। বিজেপিবিরোধী একাধিক রাজনৈতিক দলও আরিয়ানের গ্রেফ/তার নিয়ে সরব ছিলেন। প্রকাশ্যে না হলেও সেই তালিকায় নাম লিখিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। আরিয়ান জে/লে থাকাকালীন নীরবে চিঠি লিখে কিং খানের পাশে থাকার বার্তা দিয়েছিলেন এই কংগ্রেস নেতা। আরিয়ান খানের গ্রেফতার নিয়ে এতদিন প্রকাশ্যে সরব ছিলেন কংগ্রেসের দুই জোটসঙ্গী এনসিপি ও শিব সেনা। মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক বারবার আরিয়ানের গ্রেফ/তা/রের নেপথ্যে এনসিপি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। মহারাষ্ট্রের শিব সেনা সরকার আবার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্তও শুরু করেছে।

সেই তুলনায় এতদিন নীরব ছিল কংগ্রেস। কিন্তু রাহুল গান্ধী শাহরুখের পাশে দাঁড়ান নীরবে। শাহরুখ ও গৌরীকে লেখা চিঠিতে তিনি জানিয়েছিলেন, ‘সারাদেশ আপনার পাশে আছে।’ সূত্রের খবর, গত ১৪ অক্টোবর রাহুলের লেখা চিঠি পৌঁছায় মান্নতে। চিঠিতে কংগ্রেস নেতা লেখেন, ‘আরিয়ানের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, তাতে আমি দুঃখিত। কোনো বাচ্চার সঙ্গে এ ধরনের আচরণ কাম্য নয়।’ তিনি আরও বলেন, ‘আমি দেখেছি, আপনি কীভাবে মানুষের উপকার করেন। আমি নিশ্চিত তাদের প্রার্থনা আপনার সঙ্গে আছে। সারাদেশ আপনাদের পাশে আছে।’ গত ৩ অক্টোবর মা/দক/কা/ণ্ডে গ্রে/ফ/তার হন আরিয়ান। ২৮ অক্টোবর বম্বে হাইকোর্ট আরিয়ানের জামিন মঞ্জুর করেন। জামিনের নথি পৌঁছাতে দেরি হওয়ায় ৩০ অক্টোবর জেল থেকে মুক্তি পান শাহরুখপুত্র।

গত ২ অক্টোবার মা/দ/ক কান্ডে গ্রে/ফ/তা/র হয়েছেন আরিয়ান খান। এবং দীর্ঘ ২৮ দিন কারাগারে বন্ধি ছিলেন। অবশ্যে বর্তমান সময়ে তিনি জামিনে রয়েছে। তবে আদালত বেশ কিছু শর্তের মধ্যে দিয়ে তার জামিন মন্জুর করেছে।

About

Check Also

২৮ বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন মডেল স্বর্ণা

মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা ২০২১ সালে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *