সম্প্রতি ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে কেন্দ্র করে সারা-দেশজুড়ে চলছে ব্যাপক শোরগোল। চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লাখ লাখ টাকা লোন নিয়ে ইভ্যালিতে বিনিয়োগ করে আজ নিঃস্ব হয়ে পথে পথে ঘুরে বেড়াতে হচ্ছে হাজার হাজার মানুষকে। তবে এ ঘটনার রেশ কাটতে না কাটতে প্রতারণার অভিযোগ উঠেছে এবার আরেক ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
জানা গেছে, অল্প কয়েক বছরের মধ্যে দেশের সবচেয়ে নামিদামি হাসপাতাল, মিল, ফ্যাক্টরি, কারখানা, গার্মেন্টসের অংশীদারত্ব হবে আপনার, পাশাপাশি আসবে নগদ টাকা। সদস্য সংখ্যা বাড়াতে পারলে সেই টাকার পরিমাণ কিছু দিনের মধ্যে পৌঁছে যাবে লাখের কোঠায়। ভুয়া একটি প্রতিষ্ঠানের এমডি ও সিইও এমন লোভ দেখিয়ে লাখ লাখ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।
এসব অভিযোগের ভিত্তিতে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের সিইও ও এমডি আল-আমিন এবং নিরাপদ শপ নামে আরেকটি ই-কমার্স প্রতিষ্ঠানের পরিচালকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রবিবার সন্ধায় সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান গণমাধ্যমকে তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে দেশের সব ধরণের ই-কমার্স প্রতিষ্ঠান সম্পর্কে সর্বদা দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রশাসন। এছাড়া প্রতারকদের বিরুদ্ধে ইতিমধ্যে কঠোর হুশিয়ারি ঘোষণার পাশাপাশি অভিযানে নেমেছেন আইনশৃঙ্খলা বাহিনী।